বাঁকুড়া: রাজ্যের শিক্ষা ব্যবস্থা তথা শিক্ষক নিয়োগ ব্যবস্থাকে বার বার সমালোচনা করছে বিজেপি শিবির। চাকরিপ্রার্থীরা যে রাস্তায় বসে আন্দোলনে সামিল, সেই কথা রাজ্যকে বার বার স্মরণ করিয়ে দিয়েছে বিরোধীরা। এবার পাল্টা বিজেপি শাসিত রাজ্যগুলির হাল নিয়ে খোঁচা দিতে আসরে নামলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। বললেন, ‘গুজরাট সরকার চারবার টেট (TET) নিতে গিয়ে ব্যর্থ হয়েছে, টেট নিতে পারেনি। উত্তর প্রদেশ এখনও বুঝে উঠতে পারছে না টেট কীভাবে নেবে।’ একইসঙ্গে রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদ যে অতি দক্ষতার সঙ্গে শেষবারের টেট পরীক্ষা নিয়েছে, সেই কথাও স্মরণ করিয়ে দেন শিক্ষামন্ত্রী। বুধবার বাঁকুড়ার রবীন্দ্রভবনে প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণ সংক্রান্ত একটি শিবিরে বক্তব্য রাখছিলেন ব্রাত্য বসু। সেই সময়েই বিজেপি শাসিত রাজ্যগুলির টেটের পরিস্থিতির কথা স্মরণ করিয়ে দেন তিনি।
কেন অনেক রাজ্যে টেট পরীক্ষা আয়োজনের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, সেই ব্যাখ্যাও দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী। তাঁর মতে, উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে প্রার্থী সংখ্যা তুলনায় অনেক কম থাকে প্রাথমিক টেটের থেকে। সেই কারণেই অনেক রাজ্য হিমশিম খাচ্ছে বলে মনে করছেন তিনি। ব্রাত্য বসু বললেন, ‘আমাদের রাজ্য ২০২৩ সালেও খুব সার্থকভাবে প্রাথমিক টেট পরীক্ষা নিয়েছে এবং সামনেই ফল প্রকাশ করবে।’ প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে শিক্ষামন্ত্রীর পরামর্শ, বাকি কাজগুলিও যেন ঠান্ডা মাথায় করা হয়।
পরে অনুষ্ঠান শেষে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আবারও বিজেপি শাসিত রাজ্যগুলিকে খোঁচা দেন ব্রাত্য বসু। বললেন, ‘পর্ষদ খুব দক্ষতার সঙ্গে কাজ করেছে। গুজরাট তো টেট নিতে পারেনি। আমাদের সরকার তো টেট নিয়েছে। যেটা উত্তর প্রদেশ সরকার পারল না, গুজরাট সরকার পারল না, সেটা তো আমরা পারছি। ডবল ইঞ্জিন করতে গিয়ে দেখা যাচ্ছে পরীক্ষাই নিতে পারছে না। ইঞ্জিন থুবড়ে পড়ছে।’