বাঁকুড়া: হাতির হানায় ক্ষতিগ্রস্ত হয়েছে বিঘের পর বিঘে জমির আলু গাছ। প্রতিবাদে রাতভর বন দফতরের আধিকারিক ও পুলিশ আধিকারিকদের গ্রামে আটকে বিক্ষোভ দেখালেন স্থানীয় ক্ষতিগ্রস্ত কৃষকরা। ঘটনা বাঁকুড়ার বড়জোড়া রেঞ্জের রাওতড়া গ্রামের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যা পর্যন্ত বাঁকুড়ার বেলিয়াতোড় রেঞ্জের বৃন্দাবনপুর বিট এলাকায় ছিল হাতির দল। শনিবার রাত সাড়ে নটা নাগাদ বৃন্দাবনপুর বিট এলাকা থেকে প্রায় ২৭ টি হাতির একটি দল শালী নদী পেরিয়ে ঢুকে পড়ে বড়জোড়া রেঞ্জের সংগ্রামপুর বিট এলাকার রাওতড়া গ্রাম লাগোয়া ফসলের জমিতে ।
অভিযোগ, বন দফতরের আধিকারিকদের উপস্থিতিতেই বিঘের পর বিঘে জমির আলুর জমি মাড়িয়ে দেয় হাতির দল। বন কর্মীদের টালবাহানায় ফসলের বিপুল ক্ষতি হয়েছে এই দাবি তুলে বন দফতরের আধিকারিকদের রাতভর আটকে রেখে বিক্ষোভ দেখান স্থানীয় কৃষকরা। স্থানীয়দের বিক্ষোভে গ্রামেই আটকে থাকেন বড়জোড়া রেঞ্জের রেঞ্জ অফিসার, বিট অফিসার-সহ বেলিয়াতোড় থানার পুলিশ আধিকারিকরা।
রবিবার সকালে বেলিয়াতোড় থানার বিশাল পুলিশবাহিনী গ্রামে গিয়ে বন দফতরের আধিকারিকদের উদ্ধার করেন। স্থানীয় ক্ষতিগ্রস্থ কৃষকদের দাবি, ঋণ নিয়ে আলুর চাষ করেছিলেন এলাকার বাসিন্দারা। বারবার হাতির দলের হানায় বিপুল ক্ষতি হলেও বন দফতরের তরফে উপযুক্ত ক্ষতিপূরণ মিলছে না। এই পরিস্থিতিতে চূড়ান্ত অসহায় স্থানীয় কৃষকরা। এবার উপযুক্ত ক্ষতিপূরণ না মিললে আগামীদিনে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন গ্রামের মানুষ।
বন আধিকারিক হৃত্বিক দে বলেন, “হাতিগুলিকে অন্য জায়গায় সরানোর ব্যবস্থা করা হচ্ছে। রাত সাড়ে এগারোটা থেকে আটকে রয়েছি। এখানে মোটামুটি ২৭ টা হাতি রয়েছে। সেগুলিই আলুর ফলন নষ্ট করেছে। “