Bankura EVM: ‘ব্যালট চাই, নয়ত ১৫ ইভিএম মেশিন ভাঙব’, হুঁশিয়ারি ভারত মুক্তি মোর্চার

Bankura: এরপরও নির্বাচন কমিশন দাবি না মানে, সেক্ষেত্রে আগামী লোকসভা নির্বাচনে দেশের পনেরো লক্ষ বুথে ইভিএম মেশিন ভেঙে ফেলা হবে বলে হুমকি দেন তাঁরা। কিষাণ মোর্চার অধ্যক্ষ সর্দার চৌধুরী রামশ্রেষ্ঠ বর্মা বলেন, "যত কারচুরি ইভিএম মেশিনের মধ্যে দিয়ে করা হয়। প্রচুর টাকা ব্যয় করা হচ্ছে ভিভি প্যাটের জন্য। তাই সুষ্ঠ নির্বাচনের জন্য আমরা চাই এই ইভিএম মেশিনের সাহায্যে যাতে নির্বাচন না করা হয়।"

Bankura EVM: 'ব্যালট চাই, নয়ত ১৫ ইভিএম মেশিন ভাঙব', হুঁশিয়ারি ভারত মুক্তি মোর্চার
পথে ভারত মুক্তি মোর্চাImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jan 16, 2024 | 3:43 PM

বাঁকুড়া: সামনেই লোকসভা নির্বাচন। তার আগে হুঁশিয়ারি ভারত মুক্তি মোর্চার। এই বছরের নির্বাচন, কমিশন ব্যালটে না করলে সারা দেশে ১৫ লক্ষ ইভিএম ভেঙে ফেলার হুঁশিয়ারি দিল ভারত মুক্তি মোর্চা। ইভিএম-এর মাধ্যমে নির্বাচন বাতিল করার দাবিতে মঙ্গলবার বাঁকুড়া শহরে মিছিল করে জেলা শাসকের দফতরে যান ভারত মুক্তি মোর্চার কর্মীরা। সেখানে বিক্ষোভ দেখানোর পাশাপাশি এহেন হুঁশিয়ারি দেন তাঁরা।

ভারত মুক্তি মোর্চার নেতৃত্বের দাবি, ইতিমধ্যেই একাধিকবার সুপ্রিম কোর্টের রায়ে স্পষ্ট হয়েছে ইভিএম এ কারচুপি রয়েছে। ভিভি প্যাটের জন্য দেশের সরকার কোটি কোটি টাকা ব্যয় বরাদ্দও করেছে। এই পরিস্থিতিতে হয় ইভিএম বাতিল করে ব্যালটে ভোট করা হোক অথবা একশো শতাংশ বুথে ভিভি প্যাট লাগিয়ে ইভিএম ও ভিভি প্যাটের ফলাফল মিলিয়ে তারপর নির্বাচনের ফলাফল ঘোষণা করা হোক।

এরপরও নির্বাচন কমিশন দাবি না মানে, সেক্ষেত্রে আগামী লোকসভা নির্বাচনে দেশের পনেরো লক্ষ বুথে ইভিএম মেশিন ভেঙে ফেলা হবে বলে হুমকি দেন তাঁরা। কিষাণ মোর্চার অধ্যক্ষ সর্দার চৌধুরী রামশ্রেষ্ঠ বর্মা বলেন, “যত কারচুরি ইভিএম মেশিনের মধ্যে দিয়ে করা হয়। প্রচুর টাকা ব্যয় করা হচ্ছে ভিভি প্যাটের জন্য। তাই সুষ্ঠ নির্বাচনের জন্য আমরা চাই এই ইভিএম মেশিনের সাহায্যে যাতে নির্বাচন না করা হয়।”

প্রসঙ্গত,  ইভিএম মেশিনে ভোট কারচুপি নতুন নয়। এ রাজ্যের ক্ষেত্রে গুচ্ছ-গুচ্ছ অভিযোগ উঠে আসে। প্রতিবার যে কোনও নির্বাচনের আগে বিরোধীরা বারেবারে অভিযোগ করে যাতে নিরাপত্তা বাড়ানো হয়। গতবারের পঞ্চায়েত নির্বাচনের সময়ই দেখা গিয়েছে ইভিএম মেসিন উঠিয়ে পালিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। এমনকী একের পর এক ছাপ্পাও পড়েছে। এই পরিস্থিতিতে ভোটে কারচুপি এড়াতে এমনই হুঁশিয়ারি দিল ভারত মুক্তি মোর্চা।