Bankura MLA: দু’দিন ধরে কম্বল বিছিয়ে মাটিতেই বিছানা, বিধায়কের রাইসমিলে কী পেল ইনকাম ট্যাক্স?
Bankura MLA:বুধবার সন্ধ্যা পেরিয়ে রাত হয়। রাইস মিলের বাইরে অপেক্ষারত সাংবাদিকরা। ভিতরে চলছে তল্লাশি। ছিলেন বিধায়কও। কিন্তু রাত হলেও মিল থেকে বেরোতে দেখা যায়নি আধিকারিকরা
বাঁকুড়া: ৪৬ ঘণ্টা পেরিয়েছে। এখনও বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষের রাইস মিলে আয়কর দফতরের তল্লাশি অব্যাহত। শুক্রবার সকালে ফের রাইস মিলে এলেন বিধায়ক। বৃহস্পতিবার দু’দফায় রাইস মিলে উপস্থিত ছিলেন বিধায়ক তন্ময় ঘোষ। বেশ কয়েক ঘণ্টা সেখানে থাকেন। তদন্তকারীরা তাঁর সঙ্গে কথাও বলেন বলে খবর। শুক্রবার সকাল ৮:৫৩ মিনিট নাগাদ ফের রাইস মিলে এসে পৌঁছন বিধায়ক। সূত্রের খবর, রাইস মিলের বিভিন্ন নথি ও কম্পিউটার খতিয়ে দেখে বিভিন্ন তথ্য সংগ্রহ করছেন আধিকারিকরা। পাশাপাশি আয়কর দফতরের আধিকারিকরা বিধায়ককে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছেন। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বিধায়ক ঘনিষ্ঠদেরও।
রাজ্যে একাধিক দুর্নীতির ইস্যুতে ইডি আধিকারিকদের দীর্ঘসময়ব্যাপী একাধিক তল্লাশির নজির সামনে এসেছে। আয়কর দফতরের এই তল্লাশি অভিযান নজিরই বটে। বুধবার সকালে সাড়ে এগারোটা নাগাদ আয়কর দফতরের আধিকারিকরা যান বিধায়কের রাইস মিলে। সেই শুরু। বুধবার সন্ধ্যা পেরিয়ে রাত হয়। রাইস মিলের বাইরে অপেক্ষারত সাংবাদিকরা। ভিতরে চলছে তল্লাশি। ছিলেন বিধায়কও। কিন্তু রাত হলেও মিল থেকে বেরোতে দেখা যায়নি আধিকারিকরা। বরং দেখা গিয়েছিল, পাশের হোটেল থেকে যাচ্ছেন ‘ডিনার’। তার আরও একটু পুরে ভ্যানে করে মিলের সামনে এসে পৌঁছন, কম্বল, তোষক, বালিশ। বিষ্ণুপুরের একটি ডেকরেটর্সের কাছ থেকে আনা হয়েছিল সব।
সেদিনই আঁচ করা গিয়েছিল এ অভিযান দীর্ঘায়িত হবে। রাতে সেখানেই মাটিতে বিছানা করে শুয়ে গিয়েছিলেন আধিকারিকরা। সকালের ব্রেক ফার্স্টও আসে। সূত্রের খবর, খাওয়ার পর আবারও শুরু হয় তল্লাশি। বৃহস্পতিবার সকালে প্রথমে বিধায়ক যান। আধিকারিকদের একাধিক প্রশ্ন করেন। তারপর তিনি বাড়ি চলে যান। আবার বেলার পর যান। দু’দফায় মোট ১৩ ঘণ্টা তল্লাশি চালান আধিকারিকরা। একাধিক নথিপত্র খতিয়ে দেখা হয়।
বৃহস্পতিবার রাতও কেটে যায়। দ্বিতীয় রাতটাও সেখানেই মিলের মাটিতে শুইয়ে কাটিয়ে দেন আধিকারিকরা। সকাল হতে আবার এসেছেন বিধায়ক। তার কিছুক্ষণ পর ঢোকেন তাঁর অ্যাকাউন্ট্যান্টও। সূত্রের খবর, তাঁদের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ পর্ব চালাতে পারেন আধিকারিকরা। আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগে বাঁকুড়ার বিষ্ণুপুরে বিধায়ক তন্ময় ঘোষের পরিবারের রাইস মিলে। বিষ্ণুপুর হাইস্কুল মোড়ে বিধায়কের লজ রয়েছে। সেখানে রয়েছে বিধায়ক অফিস, ওয়াইন শপ এবং পানশালা। সেখানেও চলে তল্লাশি।