Bankura: বোনের জন্য ফুচকা কিনতে গিয়েছিলেন, টক জলে মিশল দাদার রক্ত!

Hirak Mukherjee | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Nov 29, 2023 | 10:19 AM

Bankura: বাঁকুড়ার তালডাংরা থানার সাতমৌলি গ্রাম থেকে রাজ লায়েক নামের এক বন্ধুকে সঙ্গে নিয়ে  সোমবার সন্ধ্যায় স্থানীয় যুবক বিজয় সিং সাইকেলে মান্ডি বাজারে যাচ্ছিলেন বোনের জন্য ফুচকা কিনতে

Bankura: বোনের জন্য ফুচকা কিনতে গিয়েছিলেন, টক জলে মিশল দাদার রক্ত!
বাঁকুড়ার মর্মান্তিক ঘটনা
Image Credit source: TV9 Bangla

Follow Us

বাঁকুড়া:  সন্ধ্যায় বোন ফুচকা খাওয়ার বায়না করেছিল। বোনের বায়না ফেলতে পারেননি দাদা। সন্ধ্যায় সাইকেল নিয়ে বেরিয়েছিলেন বাজারে। রাস্তায় দেখা হয়ে গিয়েছিল এক বন্ধুর সঙ্গেও। তাঁকেও সাইকেলের পিছনে বসিয়ে নেন। ফুচকা কিনে ফেরার পথে মর্মান্তিক ঘটনা। বাজারেই উল্টোদিক থেকে আসছিল একটি দুধের গাড়ি। সজোরে ধাক্কা মারে সাইকেল। ছিটকে পড়েন দাদা। গাড়ির চাকায় পিষ্ট হয়ে যায় মাথা।  বোনের জন্য সাইকেলে করে বাজার থেকে ফুচকা আনতে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার তালডাংরা থানার মান্ডি গ্রামের কাছে। মৃত যুবকের নাম বিজয় সিং। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়ার তালডাংরা থানার সাতমৌলি গ্রাম থেকে রাজ লায়েক নামের এক বন্ধুকে সঙ্গে নিয়ে  সোমবার সন্ধ্যায় স্থানীয় যুবক বিজয় সিং সাইকেলে মান্ডি বাজারে যাচ্ছিলেন বোনের জন্য ফুচকা কিনতে। মান্ডি গ্রামের কাছাকাছি দুধের একটি গাড়ি মুখোমুখি এসে ধাক্কা মারে বিজয় সিং ও রাজ লায়েককে। দুই বন্ধুই রাস্তার ধারে ছিটকে পড়েন। গাড়ির চাকায় পিষ্ট হয়ে যায় শরীর।

স্থানীয় বাসিন্দারাই প্রথমে তাঁদের উদ্ধার করেন। খবর পেয়ে ঘটনাস্থলে যান আমডাংরা থানার পুলিশ। তড়িঘড়ি তাদের উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে গেলে পুলিশ বিজয় সিংকে মৃত বলে ঘোষণা করেন। ঘাতক গাড়িটিকে পুলিশ আটক করেছে।

অন্যদিকে সোমবার সন্ধ্যায় বিষ্ণুপুর থানার রাধানগর বাজারের কাছে হাঁটতে বেরিয়ে আর বাড়ি ফেরেননি স্থানীয় ৮০ বছরের বৃদ্ধ মধুসূদন নন্দী। বাজারের রাস্তা থেকে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মধুসূদন নন্দীর মৃত্যুর সঠিক কারণ জানতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Next Article