বাঁকুড়া: প্রতিশ্রুতি মতো কেন্দ্র চাকরি দিতে পারেনি। একশো দিনের কাজের প্রকল্প ও আবাস যোজনার টাকা আটকে রাখা-সহ বাংলার প্রতি বঞ্চনার প্রতিবাদ জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) খোলা চিঠি পাঠাল যুব তৃণমূল কর্মীরা। সূত্রের খবর, মঙ্গলবার থেকে জয়পুর ব্লকের যুব তৃণমূল কর্মীরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এই খোলা চিঠি পাঠাতে শুরু করেন। ঘটনায় কটাক্ষবাণ শানিয়েছে পদ্ম শিবির। বিজেপির দাবি, নাটকপ্রিয় দল তৃণমূল, নাটক করছে।
একশো দিনের কাজের প্রকল্প ও আবাস যোজনা-সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে বাংলাকে বঞ্চনা করা হচ্ছে এমন অভিযোগ তুলে বারাবার আন্দোলনে নেমেছে ঘাসফুল শিবির। সামনের লোকসভা নির্বাচনের আগে সেই বঞ্চনার বিরুদ্ধেই তৃণমূলের শীর্ষ নেতৃত্ব থেকে আঞ্চলিক নেতৃত্ব সুর চড়াচ্ছে। এই পরিস্থিতিতে এদিনই রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাৎপর্যপূর্ণভাবে অমিত শাহের সফরের মধ্যেই বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের যুব তৃণমূল কর্মীরা একযোগে স্বরাষ্ট্রমন্ত্রীকে খোলা চিঠি পাঠানো শুরু করলেন।
যুব তৃণমূল কর্মীদের দাবি, কেন্দ্র বছরে দু’কোটি বেকারের চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু, সেই চাকরি দেয়নি। উল্টে এ রাজ্যের মানুষকে একশো দিনের কাজ ও আবাস যোজনায় বঞ্চনা করা হচ্ছে। অবিলম্বে এই সমস্যাগুলি সমাধান না করা হলে আগামীদিনে আরও বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন যুব তৃণমূল কর্মীরা। বিজেপির দাবি, কেন্দ্র প্রতিশ্রুতি মতো হাজারে হাজারে চাকরি দিয়ে চলেছে। বিভিন্ন প্রকল্পে কোটি কোটি টাকা কেন্দ্র বরাদ্দ করলেও তা এ রাজ্যের সরকার তা চুরি করা নিচ্ছে। আর এখন জয়পুরের যুব তৃণমূল কর্মীরা চিঠি লিখে নাটক করছে।