বাঁকুড়া: দুই বন্ধুকে সঙ্গে নিয়ে বাইকে বাঁকুড়ার রনডিহা ড্যামে বেড়াতে গিয়েছিলেন। পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক কিশোরের। মৃত কিশোরের নাম জয় বিশ্বাস। বাড়ি পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ থানার নবগ্রামে। ঘটনায় আহত হয়েছে আরও এক কিশোর। তাকে ভর্তি করা হয়েছে সোনামুখী গ্রামীণ হাসপাতালে ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সরস্বতী পুজোর বিকালে দুই বন্ধুকে সঙ্গে নিয়ে বাইকে বাঁকুড়ার রনডিহা ড্যামে বেড়াতে যায় জয় বিশ্বাস। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, সন্ধ্যার মুখে ফেরার সময় সোনামুখী থানার রাধামোহনপুর এলাকায় আচমকাই এক মদ্যপ ব্যাক্তি বাইকের সামনে চলে আসে।
আর ওই ব্যক্তিকে বাঁচাতে গিয়েই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে জয়। বাইক গিয়ে ধাক্কা মারে রাস্তার ধারে ল্যাম্প পোস্ট। তারপর উল্টে যায়। বাইক থেকে ছিটকে পড়ে তিন জন। তাদের নাক-মুখ ফেটে যায়। মাথা থেঁতলে যায় জয়ের। তড়িঘড়ি তিন জনকেই উদ্ধার করে সোনামুখী গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জয় বিশ্বাসকে মৃত বলে ঘোষণা করেন। পরে সোনামুখী থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠায়।