Bankura News: আগুনে ঝলসে গেলেন BJP নেতা, পুড়ল হাত-পা-মুখ-মাথা

Hirak Mukherjee | Edited By: অবন্তিকা প্রামাণিক

Feb 15, 2024 | 1:20 PM

Bankura News: পরিবার সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়ার জয়পুর হাইস্কুল সংলগ্ন এলাকায় নিজের বাড়িতে বসে অন্যান্য দিনের মতোই গতকাল রান্নার গ্যাসের সিলিন্ডার ও ওভেন সহ বিভিন্ন সামগ্রী মেরামতি করছিলেন দামোদর লোহার। বাড়িতে সরস্বতী পুজো উপলক্ষে প্রদীপ জ্বলছিল।

Bankura News: আগুনে ঝলসে গেলেন BJP নেতা, পুড়ল হাত-পা-মুখ-মাথা
পুড়ে গেলেন বিজেপি নেতা
Image Credit source: Tv9 Bangla

Follow Us

বাঁকুড়া: ভয়ঙ্কর ঘটনা। রান্নার গ্যাসের সামগ্রী মেরামতি করতে গিয়ে আচমকা আগুনে পুড়ে গুরুতর জখম হলেন বিজেপির কোতুলপুর বিধানসভা এলাকার শক্তি প্রমুখ দামোদর লোহার। গতকাল নিজের বাড়িতে বসে গ্যাসের সামগ্রী মেরামতি করছিলেন তিনি। সেই সময়ই গ্যাস লিক করে আগুনে পুড়ে গুরুতর জখম হন তিনি।

আহত ওই বিজেপি কর্মীকে প্রথমে জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ও পরে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আহত কর্মীর সঙ্গে দেখা করতে গিয়ে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা নিয়ে ক্ষোভ উগরে দেন বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা নেতৃত্ব। আহত বিজেপি নেতার ভাই হারু লোহার বলেন, “দাদা গ্যাস সারাচ্ছিলেন। সেই সময় লিক করে আগুন ধরে যায়। ও পুড়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।”

পরিবার সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়ার জয়পুর হাইস্কুল সংলগ্ন এলাকায় নিজের বাড়িতে বসে অন্যান্য দিনের মতোই রান্নার গ্যাসের সিলিন্ডার ও ওভেন সহ বিভিন্ন সামগ্রী মেরামতি করছিলেন দামোদর লোহার। বাড়িতে সরস্বতী পুজো উপলক্ষে প্রদীপ জ্বলছিল। আচমকাই একটি সিলিন্ডার থেকে গ্যাস লিক করতে শুরু করে। প্রদীপ থেকে আগুন লেগে যায়। গ্যাসের আগুনে ঝলসে যায় দামোদর লোহারের দুই হাত, পা, মুখ ও মাথা। পরিবারের লোকজনই দেখতে পেয়ে তাঁকে তড়িঘড়ি উদ্ধার করে জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখান থেকে পরে তাঁকে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আহত কর্মীর সঙ্গে দেখা করতে যান বিজেপি নেতৃত্ব। অভিযোগ, সেখানে গিয়ে দেখেন বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে পৃথক বার্নিং ওয়ার্ড নেই দেখে ক্ষোভ উগরে দেন তাঁরা।

Next Article