Bankura: পোলট্রি ফার্মে দেওয়াল ধসে মৃত্যু, আহত পাঁচ

Hirak Mukherjee | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Mar 01, 2024 | 4:44 PM

Bankura: বাঁকুড়ার তালডাংড়া থানার ডুমুরডিহা গ্রামে সম্প্রতি একটি বিশালাকার পোল্ট্রি ফার্ম তৈরি করে একটি বেসরকারি সংস্থা। পোল্ট্রি ফার্মের একধারে থাকা গুদামঘর সম্প্রতি দোতলা করার কাজ শুরু করে সংস্থাটি।

Bankura: পোলট্রি ফার্মে দেওয়াল ধসে মৃত্যু, আহত পাঁচ
পোলট্রি ফার্মে ভেঙে পড়ে মৃত্যু
Image Credit source: TV9 Bangla

Follow Us

বাঁকুড়া: পোল্ট্রি ফার্মের দেওয়াল ধসে মৃত এক, আহত পাঁচ। ঘটনাস্থলে জেলাশাসক, পুলিশ সুপার। নিম্ন মানের সামগ্রী ব্যবহার করে নির্মাণের কারণেই দুর্ঘটনা, অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন এলাকাবাসীরা।
উত্তেজনা ছড়াল বাঁকুড়ার তালডাংরা থানার ডুমুরডিহা গ্রামে। ঘটনার খবর পাওয়ার পরই ঘটনাস্থলে যান বাঁকুড়ার জেলা শাসক ও পুলিশ সুপার। আহতদের উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তৃণমূল নেতাদের মদতে নিম্ন মানের সামগ্রী ব্যবহার করে নির্মাণ করাতেই এই দুর্ঘটনা অভিযোগ তুলে দুর্ঘটনাস্থল বিক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী।

বাঁকুড়ার তালডাংড়া থানার ডুমুরডিহা গ্রামে সম্প্রতি একটি বিশালাকার পোল্ট্রি ফার্ম তৈরি করে একটি বেসরকারি সংস্থা। পোল্ট্রি ফার্মের একধারে থাকা গুদামঘর সম্প্রতি দোতলা করার কাজ শুরু করে সংস্থাটি। শুক্রবার দুপুরে আচমকাই ওই স্টোরের নির্মীয়মান দোতলার একটি পাঁচিল হুড়মুড়িয়ে ভেঙে পড়ে।

ঘটনার সময় ওই স্টোরের টিনের শেডের বারান্দায় বসে দুপুরের খাবার খাচ্ছিলেন শ্রমিকেরা। নির্মীয়মান দেওয়ালের একাংশ টিনের শেডের উপর ভেঙে পড়ায় চাপা পড়ে যান ৬ জন শ্রমিক। এরমধ্যে ঘটনাস্থলেই মৃত্যু হয় এক শ্রমিকের। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। তাঁদের তৎপরতায় আহতদের উদ্ধার করে দ্রুত বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে পাঠানো হয়।

ঘটনাস্থলে যান বাঁকুড়ার জেলা শাসক এন সিয়াদ, পুলিশ সুপার বৈভব তেওয়ারি ও বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনুসূয়া রায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তৃণমূল নেতাদের মদতে ওই নির্মাণের জন্য প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয় নি। অন্যদিকে গ্রাম বাসীদের একাংশের দাবি, অতি নিম্নমানের সামগ্রী ব্যবহারের ফলেই এই দুর্ঘটনা ঘটেছে। নির্মাণের ক্ষেত্রে অনুমতি নেওয়া হয়েছিল কিনা বা নির্মাণের সামগ্রীর মান কী ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন জেলা শাসক ও পুলিশ সুপার৷

Next Article