Bankura: হালকা ডিউটি করতে চেয়েছিলেন, বদলে জীবন দিতে বসেছিলেন গ্রুপ ডি কর্মী

Hirak Mukherjee | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Mar 01, 2024 | 1:25 PM

Bankura: বাঁকুড়ার কোতুলপুর গোগড়া গ্রামীণ হাসপাতালে গ্রুপ ডি পদে দীর্ঘদিন ধরে কর্মরত ছিলেন সব্যসাচী বিশ্বাস। শারিরীক বিভিন্ন অসুস্থতার কারণ দেখিয়ে তিনি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হালকা ডিউটি দেওয়ার জন্য আবেদন জানান।

Bankura: হালকা ডিউটি করতে চেয়েছিলেন, বদলে জীবন দিতে বসেছিলেন গ্রুপ ডি কর্মী
আত্মহত্যার চেষ্টা করলেন গ্রুপ ডি কর্মী
Image Credit source: TV9 Bangla

Follow Us

বাঁকুড়া: শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে হাসপাতালে অপেক্ষাকৃত হালকা ডিউটি চেয়েছিলেন। হাসপাতালে হালকা ডিউটির সুযোগ না থাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক তাঁকে দূরবর্তী এলাকায় পাঠানো হয়। এই ঘটনায় মানসিক অবসাদে ভুগে হাসপাতাল চত্বরেই বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করলেন হাসপাতালের এক গ্রুপ ডি কর্মী তেমনটাই অভিযোগ । বাঁকুড়ার কোতুলপুর ব্লকের গোগড়া গ্রামীণ হাসপাতালের এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনায় গুরুতর অসুস্থ ওই ব্যক্তিকে প্রথমে গোগড়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁকে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করা হয়।

বাঁকুড়ার কোতুলপুর গোগড়া গ্রামীণ হাসপাতালে গ্রুপ ডি পদে দীর্ঘদিন ধরে কর্মরত ছিলেন সব্যসাচী বিশ্বাস। শারিরীক বিভিন্ন অসুস্থতার কারণ দেখিয়ে তিনি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হালকা ডিউটি দেওয়ার জন্য আবেদন জানান। কিন্তু গোগড়া গ্রামীণ হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, ওই হাসপাতালে হালকা ডিউটি দেওয়ার সুযোগ না থাকায় বিষয়টি জানানো হয় বিষ্ণুপুর স্বাস্থ্য জেলার মূখ্য স্বাস্থ্য আধিকারিককে।

তাঁর নির্দেশ মতো সব্যসাচী বিশ্বাসকে বিষ্ণুপুর স্বাস্থ্য দফতরে কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়। অভিযোগ তাতেই মানসিক অবসাদে ভুগতে শুরু করেন সব্যসাচী। গতকাল বিকালে আচমকাই গোগড়া গ্রামীণ হাসপাতাল চত্বরেই বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। বিষয়টি সহকর্মীদের নজরে আসায় তড়িঘড়ি তাঁকে গোগড়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁকে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

Next Article