বাঁকুড়া: পথশ্রী প্রকল্পের রাস্তায় নির্মাণ সামগ্রীর মান নিয়ে ক্ষোভ এলাকাবাসীর। ক্ষোভ সামাল দিতে সরেজমিনে রাস্তার কাজ খতিয়ে দেখলেন বিধায়ক সায়ন্তিকা। তৃণমূল নেতারা কাটমানি নেওয়াতেই এমন হাল, অভিযোগ করছে বিজেপি। পথশ্রী প্রকল্পের রাস্তা নির্মাণ নিয়ে ফের অভিযোগ উঠল বাঁকুড়ায়। বাঁকুড়ার সারেঙ্গা ব্লকের নির্মীয়মান ওই রাস্তার নির্মাণ সামগ্রী নিয়ে অভিযোগ উঠতেই সরেজমিনে খতিয়ে দেখতে এলাকায় যান তালডাংড়ার বিধায়ক অরূপ চক্রবর্তী ও তৃণমূল নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ প্রমানিত হলে ঠিকাদারের টাকা আটকে দেওয়ার হুঁশিয়ারিও দেন তাঁরা। বিজেপির দাবি, তৃণমূল নেতারা কাটমানি নেওয়াতেই নিম্ন মানের সামগ্রী ব্যবহার করতে বাধ্য হচ্ছে ঠিকাদাররা। পরে জনরোষের কথা ভেবে এখন তৃণমূল নেতারা নাটক করছেন।
বাঁকুড়ার সারেঙ্গা ব্লকের বারপাখান মোড় থেকে শালুইমুড়া গ্রাম পর্যন্ত মোট দেড় কিমি কাঁচা রাস্তা সম্প্রতি পথশ্রী প্রকল্পে পাকা করার কাজ শুরু হয়। কাজ শুরু হতেই স্থানীয় বাসিন্দারা নিম্ন মানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তোলেন। তা নিয়ে এলাকার মানুষের মধ্যে প্রবল ক্ষোভ তৈরি হয়। ক্ষোভের আঁচ পেতেই এলাকায় গিয়ে রাস্তার কাজ সরেজমিনে খতিয়ে দেখেন তালডাংড়ার বিধায়ক অরূপ চক্রবর্তী ও তৃণমূল নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।
রাস্তার কাজ খতিয়ে দেখে ঠিকাদার সংস্থাকে হুঁশিয়ারি দেন তালডাংড়ার বিধায়ক অরূপ চক্রবর্তী। তিনি বলেন, “কাজ খারাপ হলে প্রয়োজনে ঠিকাদারের বরাদ্দ টাকা আটকে দেওয়া হবে।” সংশ্লিষ্ট ঠিকা সংস্থার কর্মীরা অবশ্য নিম্ন মানের সামগ্রী ব্যবহারের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। বিজেপির দাবি, “তৃণমূল নেতারা প্রতিটি সরকারি প্রকল্পের মতো পথশ্রী প্রকল্পেও মোটা অঙ্কের কাটমানি নিয়েছে। তারফলেই এমন নিম্ন মানের সামগ্রী ব্যবহার করতে বাধ্য হচ্ছে ঠিকাদাররা। পরে জনরোষের খবর পেতেই এলাকায় গিয়ে তৃণমূল নেতারা এখন নাটক করছেন।”