Bankura: বিধায়ক দল ছাড়তেই কোতুলপুরে বিজেপিতে বড় ভাঙন

Hirak Mukherjee | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Nov 04, 2023 | 9:37 AM

Bankura: শুভেন্দু অধিকারীর সেই সফরের পাল্টা শুক্রবার কোতুলপুরে সভা করে তৃণমূল। সেই সভায় দেবাংশু ভট্টাচার্য, বীরবাহা হাঁসদা সহ উপস্থিত ছিলেন জেলা ও রাজ্যের তৃণমূল নেতৃত্ব

Bankura: বিধায়ক দল ছাড়তেই কোতুলপুরে বিজেপিতে বড় ভাঙন
বাঁকুড়ায় বিজেপিতে ভাঙন
Image Credit source: TV9 Bangla

Follow Us

বাঁকুড়া: সপ্তাহ খানেক আগেই দল ছেড়ে ঘাসফুল শিবিরে নাম লিখিয়েছেন এলাকার বিজেপি বিধায়ক হরকালী প্রতিহার। বিধায়কের হাত ধরে এবার সেই একই রাস্তায় হাঁটল বিধায়কের অনুগামীরা । তৃনমূলের দাবি, এলাকার কমপক্ষে এক হাজার পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। কেউ দলবদল করেনি দাবি করে বিজেপির কটাক্ষ তৃনমূলের লোকেদেরই ফের পতাকা ধরানো হয়েছে।

গত সপ্তাহে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দেন কোতুলপুরের বিজেপি বিধায়ক হরকালী প্রতিহার। দল বদল করার পর এলাকায় তৃনমূলের হয়ে একাধিক কর্মসূচি করেন ওই বিধায়ক। গত ১ নভেম্বর কোতুলপুরে এলেও শেষ পর্যন্ত অনুমতি না মেলায় সভা করতে পারেনি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

শুভেন্দু অধিকারীর সেই সফরের পাল্টা শুক্রবার কোতুলপুরে সভা করে তৃণমূল। সেই সভায় দেবাংশু ভট্টাচার্য, বীরবাহা হাঁসদা সহ উপস্থিত ছিলেন জেলা ও রাজ্যের তৃণমূল নেতৃত্ব। সেখানেই বেশ কিছু মানুষের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন তৃণমূল নেতৃত্ব। পরে তৃণমূল নেতৃত্ব দাবি করে, কোতুলপুর এলাকার কমপক্ষে এক হাজার পরিবার এদিন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। দল বদল করা কর্মীদের দাবি বিধায়ক দল বদল করায় তাঁর অনুগামী হিসাবে তাঁরাও দলবদল করছেন।

বিধায়ক হরকালী প্রতিহারের দাবি, একশো দিনের কাজের টাকা আটকে রেখেছে বিজেপি। সেই কারণে এলাকার বিজেপি কর্মীরা তৃণমূলে যোগ দিচ্ছেন। দল বদলের বিষয়টিকে গুরুত্ব না দিয়ে বিজেপির দাবি তৃণমূলের কর্মীদেরই ফের পতাকা ধরিয়ে যোগদানের নাটক করা হচ্ছে।

Next Article