বাঁকুড়া: তৃণমূলের গোষ্ঠীকোন্দল ফের প্রকাশ্যে চলে এল বাঁকুড়া ২ নম্বর ব্লকের মানকানালি এলাকায়। পরিস্থিতি এমন হল যে তৃণমূলের বর্তমান ব্লক সভাপতি ঘনিষ্ঠ পঞ্চায়েত সমিতির এক সদস্যার বাড়িতে হামলা চালিয়ে তাঁর স্বামীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূলের খোদ প্রাক্তন ব্লক সভাপতি তথা বর্তমান জেলা কমিটির সদস্যের বিরুদ্ধে। পঞ্চায়েত সমিতির সদস্যাকেও হামলাকারীরা শ্লীলতাহানি করে বলে অভিযোগ। ঘটনার পর পঞ্চায়েত সমিতির ওই সদস্যা নিরাপত্তার দাবিতে বাঁকুড়া সদর থানার দ্বারস্থ হন । ক্যামেরায় মুখ না খুললেও অভিযুক্ত প্রাক্তন ব্লক সভাপতি টেলিফোনে অভিযোগ উড়িয়ে দিয়েছেন।
তৃণমূলের বাঁকুড়া জেলার সহ সভাপতি ধ্রুবতারা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত নির্বাচনের কিছুদিন আগে তাঁকে ওই পদ থেকে সরিয়ে দলের বাঁকুড়া জেলা কমিটির সদস্য করে তৃণমূল । ব্লক সভাপতির দায়িত্ব দেওয়া হয় বিধান সিংহকে। এরপর থেকেই শুরু হয় বর্তমান বনাম প্রাক্তন ব্লক সভাপতির ঠান্ডা লড়াই। সেই লড়াই এবার প্রকাশ্যে চলে এল।
অভিযোগ, তৃণমূলের বর্তমান ব্লক সভাপতি বিধান সিংহ ঘনিষ্ঠ হিসাবে পরিচিত বাঁকুড়া ২ নম্বর পঞ্চায়েত সমিতির নির্বাচিত সদস্যা সোনালি ধুয়ার মানকানালির বাড়িতে শুক্রবার সন্ধ্যায় হামলা চালান প্রাক্তন ব্লক সভাপতি ধ্রুবতারা বন্দ্যোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ কয়েকজন। বাড়িতে ঢুকেই ধ্রুবতারা বন্দ্যোপাধ্যায় পঞ্চায়েত সমিতির সদস্যা সোনালি ধুয়ার স্বামী উত্তম ধুয়াকে মারধর করতে শুরু করেন বলে অভিযোগ।
বাধা দিতে গেলে সোনালি ধুয়াকেও শ্লীলতাহানীর শিকার হতে হয় বলে অভিযোগ। পরে সোনালি ধুয়ার চিৎকার শুনে আশপাশের লোকজন বাড়িতে এলে ধ্রুবতারা বন্দ্যোপাধ্যায় ও তাঁর সঙ্গীরা পালিয়ে যান বলে দাবি আক্রান্তের। এদিকে মারধরের ঘটনায় গুরুতর আহত অবস্থায় উত্তম ধুয়াকে উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা প্রথমে কাঞ্চনপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ও পরে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে ভর্তি করে।
ঘটনায় পঞ্চায়েত সমিতির সদস্যা সোনালি ধুয়া তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি তথা বর্তমান জেলা কমিটির সদস্য ধ্রুবতারা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ তুলে বাঁকুড়া সদর থানার দ্বারস্থ হন । ঘটনার পর ক্যামেরার সামনে আসতে না চাইলেও টেলিফোনে অভিযুক্ত ধ্রুবতারা বন্দ্যোপাধ্যায় সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তাঁর বক্তব্য, যুক্ত থাকা তো দূরের কথা এ ব্যাপারে তিনি কিছুই জানেন না। আক্রান্তরা বিষয়টিকে দলের গোষ্ঠীকোন্দল বলে দাবি করলেও তৃণমূলের বর্তমান ব্লক সভাপতি তা মানতে নারাজ।
বিষয়টি দলের পক্ষে যথেষ্ট অস্বস্তিকর দাবি করেছেন তৃণমূলের বর্তমান ব্লক সভাপতি। তিনি জানান, বিষয়টি দলের ঊর্ধ্বতন নেতৃত্বকে জানানো হয়েছে। গোটা ঘটনা দলীয়ভাবে তদন্ত করে দেখা হবে।