বাঁকুড়া: পঞ্চায়েত নির্বাচনের আগে ইন্দপুরে তৃণমূলের প্রবল গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। এবার বিদ্রোহী ব্লক সভাপতির বিরুদ্ধে এবার বিদ্রোহ ঘোষণা তৃনমূলের অঞ্চল সভাপতিদের একাংশের। পঞ্চায়েত নির্বাচনের আগে বাঁকুড়ায় ক্রমশই প্রকট হচ্ছে তৃণমূলের গোষ্ঠীকোন্দল। দলের জেলা সভাপতির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে কয়েকদিন আগেই সরব হয়েছিলেন দলের ব্লক সভাপতি। এবার বিদ্রোহী সেই ব্লক সভাপতির বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ তুলে রীতিমতো বিদ্রোহ ঘোষণা করলেন তৃণমূলের ওই ব্লকের তিন অঞ্চল সভাপতি।
সামনেই গ্রাম পঞ্চায়েত নির্বাচন। সম্প্রতি তৃণমূলের বাঁকুড়া সাংগঠনিক জেলায় অঞ্চল সভাপতি পদে বেশ কিছু রদবদল করা হয়। বাঁকুড়ার ইন্দপুর ব্লকের সাতটি অঞ্চলে অঞ্চল সভাপতি পদে কোনও রদবদল ঘটেনি। এরই প্রতিবাদে দিন কয়েক আগে তৃণমূলের ইন্দপুর ব্লক সভাপতি রেজাউল খান দলেরই জেলা সভাপতি দিব্যেন্দু সিংহ মহাপাত্রর বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে সরব হন। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার তৃণমূল ব্লক সভাপতি রেজাউল খানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব হলেন ইন্দপুর, ভেদুয়াশোল ও ব্রাহ্মণডিহা অঞ্চলের তিনজন অঞ্চল সভাপতি।
বিদ্রোহী ওই তিন অঞ্চলের সভাপতিকে সমর্থন জানিয়েছেন তৃণমূলের ইন্দপুরের প্রাক্তন ব্লক সভাপতিও। তাঁরা সম্মিলিত ভাবে ব্লক সভাপতির অপসারনেরও দাবি তোলেন। বিদ্রোহী তিন অঞ্চল সভাপতির দাবি তৃণমূলের বর্তমান ইন্দপুর ব্লক সভাপতি রেজাউল খান ঠিকাদারদের নিয়ে চলেন। অঞ্চল সভাপতিদের এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন তৃনমূলের ইন্দপুর ব্লক সভাপতি রেজাউল খান।
দুর্নীতির অভিযোগ অস্বীকার করে রেজাউল খানের দাবি, একের পর এক নির্বাচনে হারের কারণে ওই তিনটি অঞ্চলে তিনি অঞ্চল সভাপতির বদল চেয়েছিলেন। সে কারনেই তিনি এসের সম্মুখীন হয়েছেন। ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক চর্চা এখন তুঙ্গে। সাত জন অঞ্চল সভাপতি ছিলেন, তার মধ্যে তিন জন অঞ্চল সভাপতি