Bankura TMC: প্রাক্তন বিধায়ককে ‘দূর হঠো’ স্লোগান তৃণমূলেরই একাংশ, উত্তেজনা বাঁকুড়ায়

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jan 10, 2023 | 2:02 PM

Bankura TMC: ২০২১ এর বিধানসভা নির্বাচনে তিনি বিজেপি প্রার্থী অমরনাথ শাখার কাছে পরাজিত হন। অভিযোগ বিধানসভা নির্বাচনে হারের পরেও ওন্দায় তৃণমূলের সাংগঠনিক ব্যাপারে নিজের কর্তৃত্ব ফলিয়ে আসছেন প্রাক্তন ওই বিধায়ক।

Bankura TMC: প্রাক্তন বিধায়ককে দূর হঠো স্লোগান তৃণমূলেরই একাংশ, উত্তেজনা বাঁকুড়ায়
বাঁকুড়ায় তৃণমূলের গোষ্ঠীকোন্দল

Follow Us

বাঁকুড়া: ইন্দপুরের পর এবার বাঁকুড়ার ওন্দায় প্রকাশ্যে চলে এল শাসক দলের গোষ্ঠীকোন্দল। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছল যে দলের প্রাক্তন বিধায়ক ‘দূর হঠো’ স্লোগান তুলে রাস্তায় নামল তৃণমূলেরই একাংশ। দলের প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে উঠল টাকার বিনিময়ে সংগঠনের পদ পঞ্চায়েত নির্বাচনের টিকিট বিক্রির অভিযোগও। বাঁকুড়ার ওন্দা বিধানসভায় ২০১১ থেকে টানা দশ বছর তৃণমূলের বিধায়ক ছিলেন অরূপ খাঁ।

জানা যাচ্ছে, ২০২১ এর বিধানসভা নির্বাচনে অরূপ খাঁ বিজেপি প্রার্থী অমরনাথ শাখার কাছে পরাজিত হন। অভিযোগ বিধানসভা নির্বাচনে হারের পরেও ওন্দায় তৃণমূলের সাংগঠনিক ব্যাপারে নিজের কর্তৃত্ব ফলিয়ে আসছেন প্রাক্তন ওই বিধায়ক। সম্প্রতি একাধিক অঞ্চলে অঞ্চল সভাপতি রদবদলের ক্ষেত্রে ওই বিধায়ক মোটা অঙ্কের টাকা নিয়ে পদ বিক্রি করেছেন বলে অভিযোগ তোলে তৃণমূলের একাংশ। অভিযোগ ওঠে, সামনের গ্রাম পঞ্চায়েত নির্বাচনে ওন্দা বিধানসভা এলাকায় পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের দলীয় টিকিট দেওয়ার ক্ষেত্রেও মোটা অঙ্কের টাকা নিচ্ছেন।
ঘটনার প্রতিবাদে কোনও বিরোধী দল নয়, দলের প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে এই অভিযোগগুলি তুলে ‘অরূপ খাঁ হঠাও, ওন্দা বাঁচাও’ স্লোগান তুলে রাস্তায় নেমে মিছিল করলেন। তৃণমূল কর্মীদের একটা বড় অংশ এতে অংশ নেন। প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন তৃণমূলের সদ্য অপসারিত ওন্দা ব্লক সভাপতি অশোক চট্টোপাধ্যায়। অশোক চট্টোপাধ্যায়ের দাবি, প্রাক্তন বিধায়ক অরূপ খাঁ ওন্দায় তৃণমূলের কাজের ব্যাপারে এভাবে হস্তক্ষেপ করলে আগামী পঞ্চায়েত নির্বাচনে ওন্দা বিধানসভা এলাকায় ভরাডুবি হবে তৃণমূলের। অভিযুক্ত প্রাক্তন বিধায়ক অরূপ খাঁ তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, “আজ যাঁরা মিছিল করছেন, তাঁরাই বিভিন্ন সময় বিরোধীদের সঙ্গে হাত মিলিয়ে তৃণমূল প্রার্থীকে হারানোর চেষ্টা করেছেন। আজ তাঁরাই তৃণমূলের জামা পরে বিজেপির হয়ে কাজ করছে।” বিজেপির দাবি, এই ঘটনা তৃণমূলের গোষ্ঠীকোন্দল। এর সঙ্গে বিজেপির কোনও যোগ নেই।

Next Article