Bankura TMC: কলেজের গেটে তৃণমূলের পতাকা তুললেন অধ্যক্ষ, ছবি পোস্ট বিধায়কের, রাজনৈতিক তরজা

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Aug 29, 2022 | 4:20 PM

Bankura TMC: বিধায়ক তন্ময় ঘোষের সোস্যাল মিডিয়া একাউন্টে পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে অনুষ্ঠানে তৃণমূল ছাত্র পরিষদের সাংগঠনিক পতাকা উত্তোলন করছেন কলেজের অধ্যক্ষা স্বপ্না ঘোড়ুই।

Bankura TMC: কলেজের গেটে তৃণমূলের পতাকা তুললেন অধ্যক্ষ, ছবি পোস্ট বিধায়কের, রাজনৈতিক তরজা
বিতর্কে কলেজের অধ্যক্ষ

Follow Us

বাঁকুড়া: কলেজের গেটে অধ্যক্ষের তৃণমূল ছাত্র পরিষদের পতাকা উত্তোলনের ভিডিয়ো সোস্যাল মিডিয়ায় পোস্ট করলেন খোদ বিধায়ক। অধ্যক্ষের ভূমিকা নিয়ে সমালোচনায় সরব সব মহল। কলেজের গেটের সামনে রাজ্যের শাসক দলের ছাত্র সংগঠনের পতাকা উত্তোলনকে ঘিরে বিতর্কে জড়ালেন কলেজের অধ্যক্ষ। অভিযোগ, খোদ অধ্যক্ষ ওই ছাত্র সংগঠনের পতাকা উত্তোলন করেন। অধ্যক্ষার ওই ছাত্র সংগঠনের পতাকা উত্তোলনের ছবি এলাকার তৃণমূল বিধায়ক নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই মূহুর্তে তা ভাইরাল হয়ে যায়।

এরপরই অধ্যক্ষার ভূমিকা নিয়ে কড়া সমালোচনায় সরব হয়েছে সব রাজনৈতিক দল। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বিষ্ণুপুর রামানন্দ কলেজে। তৃণমূল ছাত্র পরিষদ সংগঠনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিষ্ণুপুর রামানন্দ কলেজের গেটে পতাকা উত্তোলন অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ ও রামানন্দ কলেজের অধ্যক্ষ স্বপ্না ঘোড়ুই।

বিধায়ক তন্ময় ঘোষের সোস্যাল মিডিয়া একাউন্টে পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে অনুষ্ঠানে তৃণমূল ছাত্র পরিষদের সাংগঠনিক পতাকা উত্তোলন করছেন কলেজের অধ্যক্ষা স্বপ্না ঘোড়ুই। সে কাজে তাঁকে সহায়তা করছেন বিধায়ক তন্ময় ঘোষ। পরে কলেজের ভেতর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে অধ্যক্ষ নিজে হাতে কেক কেটে তা বিধায়ক ও ছাত্র সংগঠনের নেতৃত্বকে খাইয়ে দেওয়ার ছবিও দেখা যায় ভাইরাল হওয়া ভিডিওতে। এই ভিডিওগুলি ভাইরাল হয়ে যেতেই সমালোচনায় সরব হয় বিরোধী দলগুলি।

বাম ও বিজেপির তরফে বলা হয় কলেজের সর্বোচ্চ পদাধিকারী অধ্যক্ষর পদ নিরপেক্ষ হওয়া উচিত। শাসক দলকে খুশি করতেই একটি বিশেষ ছাত্র সংগঠনের পতাকা উত্তোলন করেছেন ওই অধ্যক্ষ। অধ্যক্ষর সাফাই, রবিবার থাকায় কলেজ ছুটি ছিল। তাছাড়া অনুষ্ঠানটি হয়েছে কলেজ ক্যাম্পাসের বাইরে।

কলেজ ক্যাম্পাসের বাইরে অধ্যক্ষার নিজস্ব সত্ত্বা থাকতেই পারে । তৃণমূল নেতৃত্বের দাবি, ঘটনাটি তাঁদের জানা নেই। দলীয় ছাত্র সংগঠনের পতাকা অধ্যক্ষার তোলা অনুচিত। এমনটা যদি হয়ে থাকে তাহলে দল তার ব্যবস্থা নেবে।

Next Article