Bankura: তৃণমূল কর্মীকে বাড়ি থেকে ডেকে মারধরের অভিযোগ, গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্ব খাড়া
Bankura TMC: রানিবাঁধ ব্লকের যুব তৃণমূল সভাপতি শিশির মাহাতো বাড়িতে ঢুকে কৃষ্ণপদ মাহাতোকে বাড়ির বাইরে ডেকে আনেন বলে অভিযোগ। ডাক শুনে কৃষ্ণপদ মাহাতো বাড়ির বাইরে বেরিয়ে এলে শিশির মাহাতোর সহ চার পাঁচজন তাঁর উপর চড়াও হয়ে রড দিয়ে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ।

বাঁকুড়া: ফের শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হল বাঁকুড়ার রানিবাঁধ ব্লক। রবিবার রাতে রানিবাঁধ ব্লকের ধগড়া গ্রামে তৃণমূলের স্থানীয় নেতা কৃষ্ণপদ মাহাতোকে বাড়ি থেকে ডেকে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে তৃণমূলেরই রানিবাঁধ ব্লকের যুব সভাপতি সহ তাঁর দলবলের বিরুদ্ধে। বিষয়টিকে তৃণমূল নেতৃত্বের একাংশ দলের কর্মীদের কাজ বলে মানলেও অপরপক্ষ বিষয়টিকে গোষ্ঠীদ্বন্দ্ব বলে মানতে নারাজ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অন্যান্য দিনের মতোই গতকাল রাতে বাঁকুড়ার রানিবাঁধ ব্লকের ধগড়া গ্রামে খাওয়া দাওয়ার পর বাড়িতে শুয়েছিলেন স্থানীয় সক্রিয় তৃণমূল কর্মী কৃষ্ণপদ মাহাতো। সেই সময় রানিবাঁধ ব্লকের যুব তৃণমূল সভাপতি শিশির মাহাতো বাড়িতে ঢুকে কৃষ্ণপদ মাহাতোকে বাড়ির বাইরে ডেকে আনেন বলে অভিযোগ। ডাক শুনে কৃষ্ণপদ মাহাতো বাড়ির বাইরে বেরিয়ে এলে শিশির মাহাতোর সহ চার পাঁচজন তাঁর উপর চড়াও হয়ে রড দিয়ে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ।
অভিযোগ কৃষ্ণপদ মাহাতোকে গুলি করার কথাও বলতে থাকে হামলাকারীরা। ঘটনা বুঝতে পেরে কৃষ্ণপদ মাহাতোর পরিবারের লোকজন বেরিয়ে এলে হামলাকারীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। পরে কৃষ্ণপদ মাহাতোকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে খাতড়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনা রাজনৈতিক উদ্দেশ্যেই বলে দাবি আহত কৃষ্ণপদ মাহাতো ও তাঁর পরিবারের।
বাঁকুড়া জেলা পরিষদের কর্মধ্যক্ষ তথা তৃণমূলের রানিবাঁধ ব্লকের প্রাক্তন সভাপতির দাবি একাজ দলের কিছু উচ্ছৃঙ্খল কর্মীর। বিষয়টি দলের জেলা নেতৃত্বকে জানানো হয়েছে। বিষয়টি নিয়ে অভিযুক্ত শিশির মাহাতোর কোনও বক্তব্য মেলেনি। তৃণমূলের স্থানীয় ব্লক সভাপতি উত্তম কুম্ভকার জানান ঘটনার কথা তাঁর জানা নেই। বিষয়টিকে দলের গোষ্ঠীদ্বন্দ্ব বলেও মানতে নারাজ তিনি।
