Bankura: বিষ্ণুপুর মেলার উদ্বোধনের অনুষ্ঠানেও উড়ল ফুলের ‘ফ্লায়িং লোগো’, বিতর্ক

Bankura: হাওয়ায় সেই লোগোগুলি আকাশে উড়তে থাকে। এই ঘটনায় স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়ে যানসরকারি আমলা থেকে শুরু করে শাসক দলের বিধায়ক ও নেতৃত্ব। সম্পূর্ণ রাজ্য সরকারি টাকায় আয়োজিত এই মেলায় দলীয় প্রতীক ওড়ার ঘটনায় সরব হয় বিরোধীরা। বিরোধীদের দাবি, এই ঘটনা আসলে নির্লজ্জতার প্রকাশ।

Bankura: বিষ্ণুপুর মেলার উদ্বোধনের অনুষ্ঠানেও উড়ল ফুলের 'ফ্লায়িং লোগো', বিতর্ক
বাঁকুড়ায় উড়ল ফ্লায়িং লোগোImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 22, 2023 | 1:34 PM

বাঁকুড়া: সরকারি টাকায় আয়োজিত ঐতিহ্যবাহী বিষ্ণুপুর মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আকাশে উড়ল তৃণমূলের দলীয় প্রতীক। যে ঘটনাকে ঘিরে তুমুল বিতর্ক তৈরি হয়েছে। দায়িত্বে থাকা সংস্থা বিষয়টিকে পরীক্ষামূলক বলে হালকা করার চেষ্টা করলেও বিরোধীরা দুষছে তৃণমূলকেই। অস্বস্তি এড়াতে ঘটনা জানা নেই বলে দায় এড়াচ্ছে তৃণমূল। বৃহস্পতিবার থেকে বাঁকুড়ার বিষ্ণুপুর শহরে শুরু হয়েছে বহু ঐতিহ্যবাহী বিষ্ণুপুর মেলা। গতকাল সন্ধ্যায় সুর, শিল্প ও সংস্কৃতির এই মেলার ভার্চুয়ালি উদ্বোধন করেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

উদ্বোধনী অনুষ্ঠানে মেলা প্রাঙ্গনের মূল মঞ্চে হাজির ছিলেন বাঁকুড়ার জেলাশাসক এন সিয়াদ, পুলিশ সুপার বৈভব তেওয়ারি, বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনুসুয়া রায়-সহ শাসক দলের একাধিক বিধায়ক। গোল বাঁধল উদ্বোধনের সময়। সে সময় মঞ্চ থেকেই ছাড়া হয় মেলার প্রচারমূলক ফোমের একাধিক ফ্লাইং লোগো। সেই সময়ই মেলার লোগোর পাশাপাশি বিশেষ যন্ত্র থেকে বেরিয়ে আসে ফোমের বেশ কয়েকটি তৃণমূলের দলীয় লোগো।

হাওয়ায় সেই লোগোগুলি আকাশে উড়তে থাকে। এই ঘটনায় স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়ে যানসরকারি আমলা থেকে শুরু করে শাসক দলের বিধায়ক ও নেতৃত্ব। সম্পূর্ণ রাজ্য সরকারি টাকায় আয়োজিত এই মেলায় দলীয় প্রতীক ওড়ার ঘটনায় সরব হয় বিরোধীরা। বিরোধীদের দাবি, এই ঘটনা আসলে নির্লজ্জতার প্রকাশ।

সরকারি টাকায় মুখ্যমন্ত্রী যেভাবে দলের প্রচার সারেন একই কৌশলে সরকারি মেলায় দলীয় প্রচার করছে তৃণমূল। ফ্লাইং লোগো ওড়ানোর দায়িত্বে থাকা একটি সংস্থার কর্মীর দাবি পরীক্ষামূলক ভাবে ওই লোগো ওড়ানো হয়েছিল। এর মধ্যে অন্য কোনও উদ্দেশ্য নেই। অস্বস্তি ঢাকতে বিষ্ণুপুরের বিধায়ক গোটা ঘটনাটি জানেন না বলে জানিয়েছেন।