বাঁকুড়া: বাঁকুড়া লোকসভা কেন্দ্রের ৯ বারের প্রাক্তন সাংসদ বাসুদেব আচারিয়ার মরদেহ বুধবার সকালে নিয়ে আসা হয় বাঁকুড়ায়। সোমবারই হায়দরবাদে বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মঙ্গলবার হায়দরাবাদ থেকে বিমানে বাসুদেব আচারিয়ার মরদেহ নিয়ে আসা হয় কলকাতায়। সকালে সড়কপথে কলকাতা থেকে মরদেহ নিয়ে যাওয়া হয় পুরুলিয়ায়। কলকাতা থেকে পুরুলিয়া যাওয়ার পথে বেলা ১১ টা ২০ নাগাদ বাসুদেব আচারিয়ার মরদেহ পৌঁছয় বাঁকুড়ার পুয়াবাগানে।
সেখানে সিপিএম সহ বিভিন্ন বাম দল ও গন সংগঠনের নেতৃত্ব, কর্মী, প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের তরফে বাসুদেব আচারিয়ার মরদেহে শ্রদ্ধা জানানো হয়। পরে গানের সঙ্গে মিছিল করে সিপিএম এর দলীয় কর্মীরা বাসুদেব আচারিয়াকে শেষ বিদায় জানান। এরপরই বাসুদেব আচারিয়ার শববাহী শকট পুরুলিয়ার উদ্যেশ্যে রওনা দেয়।
পুরুলিয়া জেলা সি পি এম পার্টি অফিসে তাঁকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্য সিপিএম সম্পাদক মহম্মদ সেলিম, বিমান বসু-সহ পলিটব্যুরো সদস্যরা। প্রাক্তন সাংসদ বাসুদেব আচারিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন অন্যান্য রাজনৈতিক দলের নেতা-নেত্রীরাও।
১৯৮৪ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত টানা ৯ বারের সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তাঁর আমলে বাঁকুড়া সিপিএমের ঘাঁটি হিসাবেই গণ্য করা হত। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে বাঁকুড়া কেন্দ্রে তৃণমূল প্রার্থী অভিনেত্রী মুনমুন সেনের কাছে পরাজিত হন বর্ষীয়ান বামপন্থী নেতা বাসুদেব আচার্য। মুনমুন সেনের কাছে প্রায় ১ লক্ষ ভোটে পরাজিত হন তিনি।