Bankura Deadbody: গন্ধু নাকে আসতেই গা গুলিয়ে উঠেছিল, কৌতুহল বসত জানালায় তাকাতেই ‘থ’ এলাকাবাসী

Hirak Mukherjee | Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 16, 2023 | 1:44 PM

Bankura Deadbody: ঘটনাটি ঘটেছে বাঁকুড়া শহরের দোলতলা বাগদীপাড়া এলাকায়। নিজের বাড়ির খাটের উপর মৃতদেহটি পড়েছিল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম মন্টু গুঁই। আজ সকালে প্রতিবেশীরা পচা গন্ধ পেয়ে খোলা জানালা দিয়ে ঘরে তাকিয়ে দেখেন ওই প্রৌঢ় মৃত অবস্থায় পড়ে রয়েছেন।

Bankura Deadbody: গন্ধু নাকে আসতেই গা গুলিয়ে উঠেছিল, কৌতুহল বসত জানালায় তাকাতেই থ এলাকাবাসী
মৃতদেহ উদ্ধার
Image Credit source: Tv9 Bangla

Follow Us

বাঁকুড়া: বাড়িতে একা থাকাকালীন মৃত্যু প্রৌঢ়ের। হৃদযন্ত্র বিকল হয়ে গিয়েই এই দুর্ঘটনা ঘটেছে বলে মনে করছেন প্রতিবেশীরা। বৃহস্পতিবার সকালে ওই বাড়িটি থেকে একটি উটকো গন্ধ নাকে আসে এলাকাবাসীর। সন্দেহের বশে তাঁরা ওই বাড়িটির দরজা ভেঙে দেখেন মৃত অবস্থায় পড়ে রয়েছেন তিনি।

ঘটনাটি ঘটেছে বাঁকুড়া শহরের দোলতলা বাগদীপাড়া এলাকায়। নিজের বাড়ির খাটের উপর মৃতদেহটি পড়েছিল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম মন্টু গুঁই। আজ সকালে প্রতিবেশীরা পচা গন্ধ পেয়ে খোলা জানালা দিয়ে ঘরে তাকিয়ে দেখেন ওই প্রৌঢ় মৃত অবস্থায় পড়ে রয়েছেন। এরপর স্থানীয় বাসিন্দারা বাঁকুড়া সদর থানায় খবর দিলে পুলিশ দরজা ভেঙে ভেতরে ঢুকে মৃতদেহটি উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে পাঠায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়ার দোলতলা এলাকায় নিজের বাড়িতেই পরিবার নিয়ে থাকতেন পেশায় ব্যবসায়ী বছর ষাটেক বয়সের মন্টু গুঁই। লক্ষ্মী পুজোর সময় স্ত্রী ও পরিবারের অন্যান্য সদস্যরা জয়পুর ব্লকের হেতিয়া গ্রামে আত্মীয় বাড়িতে যান। বাড়িতে একাই ছিলেন মন্টুবাবু।

আজ সকালে এলাকাবাসী দেখেন ঘর থেকে ব্যাপক পচা গন্ধ বেরোচ্ছে। গন্ধর উৎস খুঁজে এলাকাবাসী দেখেন মন্টু গুঁইয়ের বাড়ির জানালা খোলা। সেই দিকে তাকাতেই দেখেন ওই প্রৌঢ় মৃত অবস্থায় খাটে পড়ে রয়েছে।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান দু এক দিন আগে ঘুমের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। ঘটনার প্রকৃত কারন জানতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Next Article