বাঁকুড়া: মেয়ে প্রভাব খাটিয়ে চাকরি পাইয়ে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে বাঁকুড়ার বিধায়ক নিলাদ্রী শেখর দানার বিরুদ্ধে। তার ভিত্তিতেই চলছে সিআইডি তদন্ত। বেশ কয়েক মাস ধরে বারবার তলব করা হয়েছে বিধায়ককে। তাঁর বাড়িতেও গিয়েছিলেন তদন্তকারী আধিকারিকরা। কিন্তু বিধায়কের দাবি, তিনি তাঁর মেয়ের জন্য কোনও প্রভাব খাটাননি। মেয়ে নিজের চেষ্টাতেই কল্যাণী এইমসে চাকরি পেয়েছিলেন বলে মন্তব্য করেন তিনি। বিধায়ক বলেন, নীলাদ্রি দানা বাঁকুড়ার মুখ হয়ে উঠছে বলেই, তাঁকে প্রতিহত করতে এই ব্যবস্থা করা হচ্ছে।
নীলাদ্রি বলেন, “আমাকে যতবার ডাকবে, আমি ততবারই যাব। ওরা প্রমাণ করুক, বলে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি। বিধায়ক আরও বলেন, আমার মেয়ে নো ওয়ার্ক নো পে-র ভিত্তিতে একটা কাজ পেয়েছিল। আমার ইচ্ছে ছিল না সে ওই কাজ করুক। তারপরও স্বাবলম্বী হতে সে এই কাজে যোগ দিয়েছিল। রাজনৈতিক কচকচানির বাইরে গিয়ে নিজের পায়ে দাঁড়াতে চেয়েছিল। এক্ষেত্রে না কোনও প্রভাব খাটানো হয়েছে, না কোনও টাকা-পয়সা দেওয়া হয়েছে। শুধুমাত্র বিজেপির বিধায়ক বলেই তাঁর মেয়ের চাকরির নামে তাঁকে হেনস্থা করা হচ্ছে বলে দাবি করেন বিধায়ক।
জোর গলায় নীলাদ্রি বলেন, “আমার বিরুদ্ধে এক পয়সার দুর্নীতি প্রমাণ করতে পারলে বিজেপির পতাকা ছেড়ে নির্বাসনে চলে যাব। রাজ্যের সরকার হাজার হাজার কোটি টাকা চুরি করছে। আর শুধুমাত্র বিজেপি করার জন্য আমাকে হেনস্থা করা হচ্ছে।”
উল্লেখ্য, গত বছর এইমস-এর নার্সিং কলেজে ডেটা এন্ট্রি অপারেটরের পদে যোগ দিয়েছিলেন নীলাদ্রি দানার মেয়ে মৈত্রী দানা। সেই নিয়োগ নিয়েই ওঠে প্রশ্ন। অভিযোগ ওঠে, বাবা বিধায়ক বলেই ওই চাকরি পান তিনি। শুধুমাত্র নীলাদ্রি শেখর দানাকেই নয়, তাঁর মেয়ে মৈত্রী দানাকেও জিজ্ঞাসাবাদ করা হয়।