Soumitra Khan: তৃণমূলে ফিরছেন সৌমিত্র? হাসিমুখে সাংসদ জানালেন…

Hirak Mukherjee | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jul 30, 2023 | 9:49 AM

Soumitra Khan: উল্লেখ্য, সৌমিত্র খাঁ দিল্লিতে গোপনে তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছেন। এরপর থেকেই বিভিন্ন মহল থেকে গুঞ্জন ওঠে তিনি তৃণমূলে ফিরতে পারেন।

Soumitra Khan: তৃণমূলে ফিরছেন সৌমিত্র? হাসিমুখে সাংসদ জানালেন...
সৌমিত্র খাঁ, বিজেপি সাংসদ
Image Credit source: Tv9 Bangla

Follow Us

বাঁকুড়া: তৃণমূলে ফিরছেন সাংসদ সৌমিত্র খাঁ (Soumitra Khan)? জলঘোলা তৈরি হয়েছিল। সংসদে বাদল অধিবেশন চলাকালীন তৃণমূলের একাধিক নেতৃত্বের সঙ্গে আলাপচারিতা করতে দেখা যায় তাঁকে। তারপর থেকেই রব তাহলে পুরনো দলেই পা রাখতে চলেছেন সৌমিত্র? কিন্তু সমস্ত জল্পনার খোলসা করলেন সাংসদ নিজেই। তৃণমূলে যোগদানের সমস্ত জল্পনা উড়িয়ে দিলেন তিনি।

উল্লেখ্য, সৌমিত্র খাঁ দিল্লিতে গোপনে তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছেন। এরপর থেকেই বিভিন্ন মহল থেকে গুঞ্জন ওঠে তিনি তৃণমূলে ফিরতে পারেন। তবে সেই সম্ভাবনা একেবারে পত্রপাঠ নস্যাৎ করেছেন সাংসদ সৌমিত্র খাঁ নিজে। সৌমিত্র খাঁ বলেন, “২০১৯ সালে বিজেপিতে যোগদানের পর থেকে এমন মাঝে মাঝেই রটে যায় সৌমিত্র খাঁ অন্য কোনও দলে চলে যাচ্ছেন। এ সবই ভ্রান্ত ধারণা।”এর পাশাপাশি তিনি বলেন, আমি দলের কাজ করে যাচ্ছি।”

সৌমিত্র খাঁ-র এই বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন তাঁর প্রাক্তন স্ত্রী তথা তৃণমূলের বাঁকুড়া জেলা পরিষদ সদস্যা সুজাতা মণ্ডল। তিনি বলেন, বিজেপি-র ভিতরে কে টিকিট পাবেন আর কে পাবেন না তা নিয়ে দোলাচলে রয়েছেন। তাই তাঁরা তৃণমূলে আসার চেষ্টা করছেন। কিন্তু তাঁদের মতো আবর্জনাদের জায়গা তৃণমূলে হবে না।”

উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনের আগে বিজেপি ছাড়েন তাঁক প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল। যোগদান করেন তৃণমূলে। এরপরই বিবাহ বিচ্ছেদের মামলা করেন সৌমিত্র।

Next Article