বাঁকুড়া: চোখ রাঙাচ্ছে ডেঙ্গি। লাগাতার বাড়ছে আক্রান্তের সংখ্যা। অন্যান্য জেলার মতো বাঁকুড়ার অবস্থাও ভাল নয়।ডেঙ্গির কার্যত আঁতুড়ঘর হয়ে উঠেছে বাঁকুড়া পুরসভার ১৯ নম্বর ওয়ার্ড। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবার কোমর বেঁধে নামল বাঁকুড়া পুরসভা।
বাঁকুড়া পুরসভায় গতবছর ১৯ নম্বর ওয়ার্ডে মহামারীর আকার নিয়েছিল ডেঙ্গি। আক্রান্ত ছুঁয়েছিল প্রায় ৩০০। এবার আগেভাগে বাঁকুড়া পুরসভা ডেঙ্গি নিয়ন্ত্রণে নামলেও শেষ পর্যন্ত ওই এলাকায় ডেঙ্গি ঠেকাতে পারেনি পৌরসভা তেমনটাই মত সকলের। ইতিমধ্যেই ওই এলাকায় তিন জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে পৌরসভা।
স্থানীয় বাসিন্দাদের দাবি, এলাকার নিকাশি ব্যবস্থা তেমন মজবুত নয়। তাছাড়া এলাকায় যে নিকাশি নালা রয়েছে তা যথাযথ ভাবে সাফাই করে না বাঁকুড়া পৌরসভার কর্মীরা। এর ফলে বর্ষার জল খানা, খন্দ ও নর্দমায় জমে রয়েছে। সেখানেই দ্রুত হারে বাড়ছে মশার লার্ভা। এলাকায় ডেঙ্গি নিয়ন্ত্রণে আজ থেকে বাঁকুড়া পুরসভা অল আউট অভিযান শুরু করে।
এ দিন, ১৯ নম্বর ওয়ার্ডের কেঠারডাঙা এলাকায় পৌরসভার স্বাস্থ্য কর্মী, সাফাই কর্মী, কীটনাশক স্প্রে করার কাজে যুক্ত কর্মী সহ পৌরসভার সমস্ত দফতরের আধিকারিকরা একযোগে অভিযান চালায়। শহরের অন্যতম ঘিঞ্জি এই বস্তির বিভিন্ন জায়গায় নর্দমা ও খানা খন্দে জমে থাকা জলে জন্ম নেওয়া মশার লার্ভার নমুনা সংগ্রহ করেন তাঁরা। এলাকার প্রতিটি বাড়ি ঘুরে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সমীক্ষা চালিয়ে জ্বরের রোগী রয়েছে কিনা সে ব্যাপারে খোঁজ খবর নেওয়া হয়।
পৌরসভার তরফে এলাকায় নিকাশির সমস্যা কার্যত স্বীকার করে নেওয়া হয়েছে। পৌরসভার দাবি, খুব শিঘ্রই এলাকার নিকাশি ব্যবস্থা ঢেলে সাজানোর পাশাপাশি এলাকার মানুষের সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডেঙ্গি মোকাবিলা করার ব্যাপারে সর্বশক্তি দিয়ে চেষ্টা চালানো হচ্ছে।