Subhas Sarkar: শিক্ষক নিয়োগে প্রতারিত হয়েছেন? অভিযোগ জানান ই-মেলে, মোক্ষম চাল বিজেপির

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Oct 25, 2022 | 11:51 AM

Subhas Sarkar: রাজ্যে শিক্ষক নিয়োগে প্রতারিতদের এদিনের মঞ্চ থেকে সুনির্দিষ্ট ওই মেইলে অভিযোগ জানানোর আবেদন জানান মন্ত্রী।

Subhas Sarkar: শিক্ষক নিয়োগে প্রতারিত হয়েছেন? অভিযোগ জানান ই-মেলে, মোক্ষম চাল বিজেপির
সুভাষ সরকার

Follow Us

বাঁকুড়া: রাজ্যে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে কোনও দুর্নীতির অভিযোগ জানাতে একটি ই মেইল লঞ্চ করল বিজেপি। গতকাল বাঁকুড়ার সিমলাপালে দলের বিজয়া সম্মিলনীর মঞ্চে এই ই-মেইলটির (e-mail) আনুষ্ঠানিক উদ্বোধন করেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার। রাজ্যে শিক্ষক নিয়োগে প্রতারিতদের এদিনের মঞ্চ থেকে সুনির্দিষ্ট ওই মেইলে অভিযোগ জানানোর আবেদন জানান মন্ত্রী। ই মেইলটির ঠিকানা দেওয়া হয়েছে শিক্ষক নিয়োগ দুর্নীতির সঙ্গে সামঞ্জস্য রেখেই sikshakniyogdurniti.report@gmail.com

তবে বিজেপি কেন এই ই মেইল চালু করল সেই ব্যাপারে জানাতে গিয়ে রবিবার মঞ্চ থেকে সেই ব্যাখ্যাও দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। তাঁনি বলেন, ‘শিক্ষক হিসাবে নিয়োগের প্রতিশ্রুতিতে বিশ্বাস করে অনেকেই হয়তো গোপনে টাকা দিয়েছেন। কিন্তু এখন থানায় অভিযোগ জানাতে ভয় পাচ্ছেন। তাঁরা এই ই মেইলে সমস্ত তথ্য জানিয়ে আপনাদের অভিযোগ জানান। কে কাকে টাকা দিয়েছেন, কত টাকা দিয়েছেন, কবে দিয়েছেন এসব তথ্য ই মেইলে যুক্ত করার আবেদন জানান মন্ত্রী।

মন্ত্রীর বক্তব্য, টাকা দেওয়ার ক্ষেত্রে অনেকেরই প্রামাণ্য দলিল নেই। কিন্তু কেউ ফিক্সড ডিপোজিট বা ব্যাঙ্কের কোনও আকাউন্ট থেকে টাকা তুলে সেই টাকা নেতাদের দিয়ে থাকলে তার প্রামাণ্য নথি ই মেইলের সঙ্গে যুক্ত করুন। এই অভিযোগগুলি খতিয়ে দেখার জন্য দলের একটি বিশেষ দল ওই ই মেইলে নজর রাখবে এবং অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি নিয়ে ইতিমধ্যেই তোলপাড় হয়েছে রাজ্য। গ্রেফতার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চটোপাধ্যায় থেকে শুরু করে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। পথে নেমেছেন দুর্নীতিতে শিকার হওয়া বহু চাকরি প্রার্থী।

তৃণমূল মুখপা্ত্র কুণাল ঘোষ বলেন, ‘ওনারা চাইছেন না জট গুলো খুলুক। কারণ ওনাদের তো মঞ্চের অভাব। কিছু ছেলে মেয়ের আবেগ যন্ত্রণাকে বিপথে চালিয়ে মঞ্চে গিয়ে বসতে পারবেন। ত্রিপুরায় গিয়ে দেখুন সেখানে প্রায় দশ হাজার শিক্ষককের চাকরি চলে গিয়েছে। আর বিজেপি সরকার তাঁদের উপর জলকামান, লাঠি চালাচ্ছেন। এগুলো দ্বিচারিতার রাজনীতি।’

Next Article