Bankura: ওটা কী? সাতসকালে নর্দমায় নজর পড়তেই চোখ ছানাবড়া এলাকাবাসীর, এল পুলিশ

Hirak Mukherjee | Edited By: জয়দীপ দাস

Mar 29, 2025 | 10:41 AM

Bankura: বাঁকুড়া শহরের অন্যতম জনবহুল এলাকা সতীঘাট। এদিন সকালে সতীঘাট বাস স্টপেজ সংলগ্ন এলাকায় নর্দমার মধ্যে সদ্যজাত ওই কন্যা সন্তানকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। ঘটনার খবর জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

Bankura: ওটা কী? সাতসকালে নর্দমায় নজর পড়তেই চোখ ছানাবড়া এলাকাবাসীর, এল পুলিশ
ব্যাপক শোরগোল এলাকায়
Image Credit source: TV 9 Bangla

Follow Us

সতীঘাট: সাতসকালেই নর্দমা থেকে সদ্যজাত কন্যা সন্তানের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল বাঁকুড়ার সতীঘাট এলাকায়। এদিন সকালে নর্দমার মধ্যে ওই সদ্যজাতর মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর চাউর হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়াল এলাকায়। খবর চাউর হতেই ব্যাপক শোরগোল এলাকায়। কে বা কারা ওখানে ওই সদ্যজাত শিশুকন্যাকে ফেলে চলে গেল তা নিয়ে শুরু হয়েছে চাপানউতোর। কোনও অবৈধ গর্ভপাত চক্র এর পিছনে আছে কিনা তা নিয়েও দেখা গিয়েছে ধোঁয়াশা। 

ঘটনাকে ঘিরে শোরগোলের মধ্যে খবর যায় পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বাঁকুড়া সদর থানার পুলিশ। ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে পাঠায়। 

বাঁকুড়া শহরের অন্যতম জনবহুল এলাকা সতীঘাট। এদিন সকালে সতীঘাট বাস স্টপেজ সংলগ্ন এলাকায় নর্দমার মধ্যে সদ্যজাত ওই কন্যা সন্তানকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। ঘটনার খবর জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ওই সদ্যজাত কন্যা সন্তানের দেহ নর্দমার জলে ভেসে এসেছে নাকি ঘটনাস্থলে কেউ ফেলে গিয়েছে তা নিয়ে শুরু হয় চাপানউতোর। এদিকে পুলিশ এসে দেহ উদ্ধারের পরেও জল্পনার অন্ত নেই। অন্যদিকে রহস্য উন্মোচনে ইতিমধ্যেই জোরকদমে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। প্রয়োজনে এলাকার সিসিটিভি ফুটেজও চেক করা হতে পারে বলে জানা যাচ্ছে। 

Next Article