বিষ্ণুপুর: শুক্রবার গভীর রাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা বিষ্ণুপুরে। ৬০ নম্বর জাতীয় সড়কে বিষ্ণুপুর থানার চৌবেটার কাছে লরি ও টেম্পো ভ্যানের মুখোমুখি ধাক্কায় মৃত্যু হল দু’জনের। আহত হয়েছেন আরও এক জন। তাঁকে বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে একটি মুরগি বোঝাই টেম্পো ভ্যান ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে বাঁকাদহর দিকে যাচ্ছিল। সেই সময় উল্টো দিক থেকে একটি দশ চাকার লরি বিষ্ণুপুরের দিকে যাচ্ছিল। লরিটি তীব্র গতিতে ছিল বলে জানা যাচ্ছে। স্থানীয়রা জানাচ্ছেন, চৌবেটার কাছে আচমকাই টেম্পো ভ্যানটিকে মুখোমুখি ধাক্কা মারে লরিটি। ঘটনাস্থলেই টেম্পো ভ্যানের এক সওয়ারির মৃত্যু হয়। আহত হন ওই টেম্পো ভ্যানের আরো দুই সওয়ারি। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। আওয়াজ শুনে আশাপাশের এলাকা থেকেও ছুটে আসেন অনেকে। ততক্ষণে রক্তে ভাসছে গোটা রাস্তা। ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে টেম্পোতে থাকা মুরগি।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিষ্ণুপুর থানার পুলিশ। উদ্ধার করা হয় মৃতদেহ। পাশাপাশি আহতদের উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আরও এক আহতর। পুলিশ দুটি গাড়িকেই আটক করেছে। ঘটনায় এক স্থানীয় বাসিন্দা বলেন, “তখন তো বাড়ির সবাই প্রায় শুয়েই পড়েছে। আচমকা তীব্র একটা আওয়াজ হয়। সবাই ভাবে কোনও গাড়ির টায়ার ফেটে গিয়েছে। অনেকেই দৌড়ে বাইরে বেরিয়ে আসে। গিয়ে দেখি এই কাণ্ড। গাড়ির মধ্যেই মারা গিয়েছে একজন। বাকিরা বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে। আমরা ততক্ষণে ওদের উদ্ধার করে ফেলেছি। তারপর পুলিশ আসে।”