বাঁকুড়া: গ্রাম পঞ্চায়েত নির্বাচনের আগে ফের একবার কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে পথে তৃণমূল। এবার বাঁকুড়ার মাচানতলায় আকাশ মুক্ত মঞ্চে ধরনায় বসলেন মহিলা তৃণমূল কর্মীরা। ধরনা মঞ্চে ঘটা করে পুজো করা হল ‘লক্ষ্মীর ভাণ্ডারকে’।
সামনেই গ্রাম পঞ্চায়েত নির্বাচন। আর সেই নির্বাচনের আগে রাজ্যের শাসক দল কেন্দ্রীয় বঞ্চনাকেই হাতিয়ার করে প্রচারে নামতে চাইছে। এবার সেই ইস্যুগুলিকেই ভোটের মুখে চাগিয়ে দিতে বাঁকুড়ার প্রাণকেন্দ্র মাচানতলায় মহিলা তৃণমূলের তরফে ধরনার ডাক দেওয়া হল।
মঙ্গলবার মঙ্গলচণ্ডীর পুজো করে মহিলা তৃণমূলের কর্মীরা ধরনা মঞ্চে অবস্থান শুরু করেন। তাঁদের দাবি রাজ্য সরকার তার সীমিত ক্ষমতায় ‘লক্ষ্মীর ভাণ্ডারের’ মাধ্যমে বাড়ির মহিলাদের সম্মান বহুগুণে বাড়িয়ে দিয়েছে। অন্যদিকে কেন্দ্রের সরকার একশো দিনের কাজ থেকে শুরু করে আবাসের টাকা দেয়নি।
মহিলা তৃণমূলের বাঁকুড়া জেল সভানেত্রী মৌ সেনগুপ্ত বলেন, “জৈষ্ঠ মাসের শেষ মঙ্গলবার। এ দিন বিবাহিত মহিলারা মা মঙ্গলচণ্ডীর পুজো করেন। আমরা দেবীকে হয়ত দেখতে পাই না। কিন্তু বাংলার মাকে প্রতি মুহূর্তে দেখতে পাই। আগে বাংলার মায়েরা ওষুধ কিনতে পারতেন না এখন তাঁরা ৫০০ টাকা নিয়ে বুক ফুলিয়ে ওষুধ কেনেন। তাই লক্ষ্মীর ভাণ্ডারে পুজো করে আমরা বলছি মা গো তুমি ভাল থেকো।”