Sayantika Banerjee: সায়ন্তিকার গাড়ি ভাঙচুরের অভিযোগে গ্রেফতার ১২ BJP কর্মী

Hirak Mukherjee | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jun 13, 2023 | 1:37 PM

Sayantika Banerjee: গোটা ঘটনায় গতকালই পুলিশের তরফে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল দোষীদের চিহ্নিত করে গ্রেফতার করা হবে। এরপর রাত্রিবেলা এলাকায় তল্লাশি চালিয়ে জয়পুর এক নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক সংগ্রাম চট্টোপাধ্যায় সহ মোট ১২ জনকে গ্রেফতার করে জয়পুর থানার পুলিশ। আজ ধৃতদের বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করা হয়।

Sayantika Banerjee: সায়ন্তিকার গাড়ি ভাঙচুরের অভিযোগে গ্রেফতার ১২ BJP কর্মী
সায়ন্তিকার পাইলট কার ভাঙচুর (নিজস্ব চিত্র)

Follow Us

বাঁকুড়া: তৃণমূল নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের (Sayantika Banerjee) পাইলট কার ভাঙচুরের ঘটনায় গ্রেফতার বারো জন বিজেপি কর্মী (BJP worker)। তাঁদের মধ্যে রয়েছেন জয়পুর বিজেপির মণ্ডলের সাধারণ সম্পাদক। সোমবার বাঁকুড়া থেকে কলকাতা ফিরছিলেন সায়ন্তিকা। সেই সময় বাঘাজোল মোড়ে বিজেপির পথ অবরোধের মুখে পড়েন তৃণমূলের রাজ্য নেত্রী। অভিযোগ, সেই সময় সায়ন্তিকার কনভয়ের সামনে থাকা পাইলট কার ভাঙচুর করেন বিজেপি অবরোধকারীরা। সেই ঘটনায় একদিন পর গ্রেফতার ১২ জন বিজেপি নেতা কর্মী।

বস্তুত, গতকাল বাঁকুড়ার জয়পুরে বিজেপি কর্মীদের মনোনয়নে বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এমনকী বিজেপি বিধায়ককে নিগ্রহ করা হয় বলেও দাবি করে গেরুয়া শিবির। এই ঘটনার প্রতিবাদে বিষ্ণুপুরে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ ও কোতুলপুরের বিধায়ক হরকালী প্রতিহারের নেতৃত্বে পথ অবরোধ শুরু করেন বিজেপি কর্মী-সমর্থকরা।

সকাল থেকে বিকেল গড়ালেও অবরোধ চালিয়ে যান বিজেপি কর্মীরা। এবার বিকেল নাগাদ বাঁকুড়া থেকে কলকাতা ফিরছিলেন সায়ন্তিকা। সেই সময় পথ অবরোধের মুখে পড়ে তাঁর কনভয়। অবরোধকারীরা কনভয়ের সামনে থাকা পাইলট কার ঘেরাও করে বিক্ষোভে ফেটে পড়েন। পাইলট কারের উপর যথেচ্ছ ইট পাটকেল ছোড়া হয় বলে অভিযোগ। ইটের ঘায়ে ভেঙে যায় পাইলট কারের জানালার কাচ।

গোটা ঘটনায় গতকালই পুলিশের তরফে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল দোষীদের চিহ্নিত করে গ্রেফতার করা হবে। এরপর রাত্রিবেলা এলাকায় তল্লাশি চালিয়ে জয়পুর এক নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক সংগ্রাম চট্টোপাধ্যায় সহ মোট ১২ জনকে গ্রেফতার করে জয়পুর থানার পুলিশ। আজ ধৃতদের বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করা হয়।

বিজেপির দাবি, তাঁদের কর্মীকে মারধর করে উল্টে বিজেপির লোকেদেরই গ্রেফতার করা হচ্ছে। এর প্রতিবাদে বিজেপি আন্দোলনে নামবে।

Next Article