WB Panchayat Election 2023: বাঁকুড়ায় বিজেপি বিধায়ককে হেনস্থার অভিযোগ, সায়ন্তিকার গাড়ি আটকে বিক্ষোভ

Hirak Mukherjee | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jun 12, 2023 | 5:47 PM

WB Panchayat Election 2023: বাঁকুড়ার জয়পুর ব্লকের বাঘাজোলে বিক্ষোভের মুখে পড়েন সায়ন্তিকা। বাঁকুড়া থেকে কোতুলপুর দিকে যাওয়ার পথে অবরোধের মুখে পড়েন তিনি।

WB Panchayat Election 2023: বাঁকুড়ায় বিজেপি বিধায়ককে হেনস্থার অভিযোগ, সায়ন্তিকার গাড়ি আটকে বিক্ষোভ
সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (নিজস্ব চিত্র)

Follow Us

বাঁকুড়া: সোমবার বাঁকুড়ার (Bankura) সোনামুখীতে বিজেপি প্রার্থীর মনোনয়ন জমার সময় আচমকাই হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি বিধায়ককে হেনস্থার অভিযোগ ওঠে। তারপরই বাঁকুড়া থেকে বিষ্ণুপুর যাওয়ার রাস্তায় বাঘাজল মোড়ের কাছে সাংসদ সৌমিত্র খাঁ-এর নেতৃত্বে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। ওই একই পথ দিয়ে যাওয়ার সময় বিজেপি কর্মীদের বিক্ষোভের মুখে তৃণমূল নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।

বাঁকুড়ার জয়পুর ব্লকের বাঘাজোলে বিক্ষোভের মুখে পড়েন সায়ন্তিকা। বাঁকুড়া থেকে কোতুলপুরের দিকে যাওয়ার পথে অবরোধের মুখে পড়েন তিনি। অবরোধকারী বিজেপি কর্মীরা সায়ন্তিকার গাড়ির সামনের পাইলট কার ঘেরাও করে তুমুল বিক্ষোভে ফেটে পড়েন। অভিযোগ, পাইলট কার লক্ষ্য করে পাথরও ছোড়া হয়।

সৌমিত্র খাঁ বলেন, “সায়ন্তিকা পুলিশকে নিয়ে দাদাগিরি করতে এসেছিলেন। ওঁর গাড়ি ভাঙিনি কারণ উনি একজন নেত্রী। তাই ওঁকে সম্মান করলাম। তবে উনি এখানে দাদাগিরি করতে এলে এটা মেনে নেব না। উনি কে? বিধায়ক না সাংসদ এখানকার?” যদিও এই বিষয়ে সায়ন্তিকা কোনওরকম প্রতিক্রিয়া দিতে চাননি।

প্রসঙ্গত, আজ বাঁকুড়ার সোনামুখীতে প্রার্থীদের মনোনয়ন জমা দিতে গিয়ে হেনস্থার শিকার হন বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি। অভিযোগ, বিডিও অফিসের সামনে তাঁকে হেনস্থা করেন তৃণমূল কর্মীরা। ঘটনা ঘিরে তীব্র উত্তেজনা ওই এলাকায়। আজ দলীয় প্রার্থীদের নিয়ে সোনামুখী বিডিও অফিসে মনোনয়ন জমা করতে যান সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি। সূত্রের খবর, বিডিও অফিসে ঢোকার ঠিক আগেই দিবাকর ঘরামি-সহ বিজেপির প্রার্থীদের উপর তৃণমূল চড়াও হয়। অভিযোগ, বিজেপি প্রার্থীদের পাশাপাশি হেনস্থার শিকার হন বিজেপি বিধায়কও। সেই ঘটনার প্রতিবাদেই ধর্নায় বসেন সৌমিত্র খাঁ।

Next Article