ছাতনা: কংগ্রেসে যোগদান কর্মসূচির ২৪ ঘণ্টার মধ্যে পাল্টা যোগদান কর্মসূচি তৃণমূলের। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেলা সফরের আগে বাঁকুড়ায় (Bankura) চড়ছে রাজনৈতিক উত্তাপ। রবিবার বাঁকুড়ার ছাতনা ব্লকের ভগবানপুর মোড়ে তৃণমূল (Trinamool Congress) ও বিজেপি (BJP) ছেড়ে ৫০ টি পরিবার যোগ দিয়েছিলেন কংগ্রেসে (Congress)। সেই ঘটনার ২৪ ঘণ্টা যেতে না যেতেই পাল্টা যোগদান কর্মসূচির আয়োজন করল তৃণমূল। এমনকী যে জায়গায় কংগ্রেসের যোগদান কর্মসূচির আয়োজন করা হয়েছিল সেই একই জায়গাতে আয়োজন করা হল তৃণমূলের যোগদান কর্মসূচি। সিপিএম-বিজেপি (CPIM-BJP) ছেড়ে ঘাসফুল শিবিরে যোগ দিলেন প্রায় ৭০ জন।
প্রসঙ্গত, রবিবার রাতে তৃণমূল ও বিজেপি ছেড়ে বেশ কিছু কর্মী কংগ্রেসে যোগ দেওয়ায় স্বভাবতই চাপ বেড়েছিল ঘাসফুল শিবিরের। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাঁকুড়া জেলা সফরের আগে দলের এই ভাঙন রীতিমত চাপে ফেলে দেয় ছাতনা ব্লকের ভগবানপুর এলাকার তৃণমূল নেতৃত্বকে। এবার ঘটনার পর তড়িঘড়ি পাল্টা যোগদানের আয়োজন করে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করল তৃণমূল, এমনটাই মত রাজনৈতিক মহলের। যদিও সে কথা মানতে নারাজ তৃণমূল নেতৃত্ব। তৃণমূল নেতৃত্বের দাবি একদিন পরেই নবজোয়ার কর্মসূচিতে বাঁকুড়ায় আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই উৎসাহেই সিপিএমের প্রাক্তন প্রধান ধনঞ্জয় মাল, স্থানীয় বিজেপি মোর্চার কর্মী পিন্টু মন্ডল সহ স্থানীয় কেন্দ্রসায়ের, সায়েন্দা, ঘোলগড়্যা, বাগজুড়ি, শুড়িচিতরা ও বনপুষড়া গ্রামের প্রায় সত্তর জন বাম ও বিজেপি কর্মী দল ছেড়ে তৃণমূলের পতাকা কাঁধে তুলে নিয়েছেন।
যদিও তৃণমূলের এই যোগদানপর্বকে সম্পূর্ণ নাটক বলেই উল্লেখ করছে বিরোধী দলগুলি। সাম্প্রতিক অতীতে বাঁকুড়ার সারেঙ্গা ও রাইপুরে বেশ কিছু তৃণমূল কর্মী দল ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছিলেন। তারপর ছাতানায় ভাঙনে আরও বেড়েছিল চাপ। প্রসঙ্গত, আগামী ১৮ মে নবজোয়ার কর্মসূচিতে বাঁকুড়া জেলা সফরে আসছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায়। তার আগে বিরোধী শিবির ছেড়ে তৃণমূলে এই যোগদান এলাকার তৃণমূল কর্মীদের নতুন করে অক্সিজেন জোগাবে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের।