TMC in Bankura: অভিষেকের সফরের আগে বাঁকুড়ায় পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে তোলাবাজির পোস্টার

Hirak Mukherjee | Edited By: সোমনাথ মিত্র

May 17, 2023 | 5:28 PM

TMC in Bankura: অভিষেকের বাঁকুড়া (Bankura) সফরের আগে তৃণমূলের (Trinamool Congress) গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে তোলাবাজির পোস্টার ঘিরে চাঞ্চল্য। অস্বস্তিতে জেলা তৃণমূল নেতৃত্ব। প্রসঙ্গত, ১৮ মে বাঁকুড়ায় আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিকে তার আগে জেলার নানা প্রান্তে লাগাতার চলছে দলবদল। এরইমধ্যে এই পোস্টার নিয়ে নতুন করে শুরু হয়েছে চর্চা।

TMC in Bankura: অভিষেকের সফরের আগে বাঁকুড়ায় পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে তোলাবাজির পোস্টার
এই পোস্টার ঘিরে শোরগোল

Follow Us

বাঁকুড়া: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সফরের আগে তৃণমূল (Trinamool Congress) পরিচালিত গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ সংক্রান্ত পোস্টারে চাঞ্চল্য ছড়াল বাঁকুড়া ২ নম্বর ব্লকের বিকনা গ্রাম পঞ্চায়েত এলাকায়। পোস্টারে বিকনা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান কার্তিক মালের বিরুদ্ধে ট্রেড লাইসেন্স, জমির ওয়ারিশান সহ বিভিন্ন বিষয়ে তোলাবাজির অভিযোগ তোলা হয়েছে। এই পোস্টার সামনে আসতেই বিরোধীদের দিকে অভিযোগের আঙুল তুলেছে শাসকদল। তাঁদের সাফ দাবি, এসবই বিরোধীদের চক্রান্ত। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিরোধী দলগুলি।

প্রসঙ্গত, ১৮ মে বাঁকুড়ায় আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিকে তার আগে জেলার নানা প্রান্তে লাগাতার চলছে দলবদল। কখনও তৃণমূল থেকে বিরোধীতে। আবার কখনও বিরোধীদলের কর্মীরা যোগ দিচ্ছেন তৃণমূলে। তারইমধ্যে খবর সামনে আসায় নতুন করে শোরগোল শুরু হয়েছে জেলার রাজনৈতিক মহলে। প্রসঙ্গত, বাঁকুড়ার ২ নম্বর ব্লকের তৃনমূল পরিচালিত বিকনা গ্রাম পঞ্চায়েতের প্রধান কার্তিক মালের বিরুদ্ধে এর আগেও তোলাবাজির অভিযোগ উঠেছিল। বেশ কিছুদিন আগে এক ঠিকাদারের কাছ থেকে তাঁর টাকা নেওয়ার ভিডিয়ো ( ভিডিয়োর সত্যতা যাচাই করেনি টিভি-৯ বাংলা) ভাইরাল হয়েছিল। 

এদিন সকালে বিকনা সবজি বাজার ও বাঁকুড়া দুনম্বর ব্লক অফিস সংলগ্ন বাসস্ট্যান্ড এলাকায় একাধিক পোস্টার দেখতে পান স্থানীয় বাসিন্দারা। সাদা কাগজে লাল কালিতে হাতে লেখা পোস্টার গুলিতে বিকনা গ্রাম পঞ্চায়েত প্রধান কার্তিক মালের বিরুদ্ধে জমি মাফিয়া, ঠিকাদার সিন্ডিকেট, জব কার্ড দুর্নীতি,  আবাস দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ আনা হয়েছে। বৃহস্পতিবার বাঁকুড়ায় নবজোয়ার কর্মসূচিতে বাঁকুড়ায় আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার ঠিক আগে দলের গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে এমন পোস্টার পড়ায় স্বভাবতই বেশ অস্বস্তিতে পড়েছে তৃণমূল শিবির। বিষয়টি নিয়ে অভিযুক্ত গ্রাম পঞ্চায়েত প্রধানের কোনও বক্তব্য পাওয়া যায়নি। কিন্তু, এলাকার তৃণমূল নেতৃত্ব বারেবারেই দাবি করে আসছে এর পিছনে হাত রয়েছে বিরোধীদের। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবেই এ কাজ করা হয়েছে।

Next Article