বাঁকুড়া: রোজের মতই প্রাতঃভ্রমণে বেরিয়ছিলেন অনেকে। কিন্তু আজকের দিনটা হয়ত কল্পনাও করতে পারেননি তাঁরা। সকাল-সকাল রাস্তায় বেরিয়ে একটি মৃতদেহ চোখে পড়বে এমন কল্পনা হয়ত কেউ করেননি।
ঘটনাস্থান বাঁকুড়া (Bankura) বিষ্ণুপুরের (Bishnupur) শহরের মাধবগঞ্জ। এলাকারই ছেলে মলয় দে। তাঁর মৃতদেহ উদ্ধার হয়। মলয়বাবুর বছর চল্লিশের কাছাকাছি হবে। রাস্তার উপর তাঁর ক্ষত-বিক্ষত মৃতদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। চমকে ওঠেন তাঁরা। কিছুক্ষণের জন্য তাঁরা দিশেহারা হয়ে পড়েন। এরপর আর দেরি না করেই তৎক্ষণাত খবর দেওয়া হয় বিষ্ণুপুরে (Bishnupur)। ঘটনার বিষয়ে জানানো হয় বিষ্ণুপুর থানায়। এলাকায় আসে বিষ্ণুপুর থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায় তাঁরা।পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠিয়েছে।
এক এলাকাবাসী জানান,”মলয় খুবই ভালো ছেলে ছিল। সোনার দোকানে কাজ করত। আজ সকালে উঠে দেখি রাস্তায় পড়ে রয়েছে ওর দেহ। কপালে আঘাত রয়েছে, পা ভেঙে ফেলে রেখেছে। মনে হয় কেউ খুন করেছে। ওর সঙ্গে গতকালও দেখা হয়েছিল আমার। খুবই ভালো ছেলে ছিল। কোথা থেকে কী যে হয়ে গেল।”
আর এক এলাকাবাসী জানান, “সকালে আমরা ঘুমোচ্ছিলাম রোজের মতো। কিন্তু হঠাৎ চিৎকারে ঘুম ভাঙে। প্রত্যেকে বলতে থাকে খুন হয়েছে। গিয়ে দেখি এলাকার এক ছেলে খুন হয়েছে। তবে রাস্তায় কোনও রক্ত দেখতে পাইনি। ওর মাথার কাছে কিছুটা রক্ত ছিল। ছেলেটির মাথায় সমস্যা ছিল। পুলিশ এসে উদ্ধার করে নিয়ে গিয়েছে। তদন্ত শুরু হয়েছে। এই প্রথম আমাদের পাড়ায় এই ধরনের কোনও ঘটনা ঘটল। তাই যথেষ্ঠ আতঙ্কিত আমরা। এই ঘটনার অবশ্যই তদন্ত হওয়া দরকার ”
উল্লেখ্য, দুর্গাপুজোর সময়ও এই ধরনের ঘটনা ঘটে উত্তর ২৪ পরগনায় (North 24 pargana) । সেই সময় ঘটনাস্থান ছিল বরানগর। সূত্রের খবর, বরানগরের লেকভিউ পার্ক (Baranagar Lakeview park)। ওই পার্কে রোজই মতোই প্রাত:ভ্রমণে বেরোন ভ্রমণকারীরা। কিন্তু একাদশীর সকালে ভ্রমণে বেরিয়ে একটি মৃতদেহ দেখতে হতে পারে সেই কথা হয়ত স্বপ্নেও ভাবতে পারেননি এলাকাবাসী। বরানগর থানার পুলিশ এসে ওই মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। পরে সেটি সাগর দত্ত হাসপাতালে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য।
পুলিশের প্রাথমিক অনুমান, ওই ব্যক্তি মদ্যপ ছিলেন। যার কারণে হয়ত হুঁশ ছিল না তাঁর। মদ্যপ অবস্থায় কোনও ভাবে হয়ত ড্রেনে পড়ে গিয়ে মৃত্যু হয় তার।এখনও পর্যন্ত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। পাশাপাশি তাকে খুন করা হয়েছে কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুন: Kali Puja 2021: তিনদিন ধরে চলবে কালীপুজোর ভাসান, দিনক্ষণ জানাল নবান্ন