Bankura: চোখ রাঙাচ্ছে ডেঙ্গি, বাঁকুড়া হাসপাতালে তৈরি হল স্পেশ্যাল ইউনিট

Hirak Mukherjee | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jul 27, 2023 | 11:23 AM

Bankura: বাঁকুড়া জেলা জুড়ে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই ৫০ ছাড়িয়েছে। বাঁকুড়া শহরেই আক্রান্তের সংখ্যা ১৪। আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়তে থাকায় কপালে চিন্তার ভাঁজ পড়েছে স্বাস্থ্য দফতরের।

Bankura: চোখ রাঙাচ্ছে ডেঙ্গি, বাঁকুড়া হাসপাতালে তৈরি হল স্পেশ্যাল ইউনিট
বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতাল
Image Credit source: TV9 Bangla

Follow Us

বাঁকুড়া: ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বাঁকুড়া জেলায়। ডেঙ্গি মোকাবিলায় এবার বিশেষ ইউনিট চালু করল বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ। আলাদা করে বেড বরাদ্দ করা না হলেও পৃথক চিকিৎসক ইউনিট বরাদ্দ করা হয়েছে। মজুত রাখা হচ্ছে সমস্ত চিকিৎসা সরঞ্জাম ও প্রয়োজনীয় ওষুধ।

বাঁকুড়া জেলা জুড়ে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই ৫০ ছাড়িয়েছে। বাঁকুড়া শহরেই আক্রান্তের সংখ্যা ১৪। আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়তে থাকায় কপালে চিন্তার ভাঁজ পড়েছে স্বাস্থ্য দফতরের। বাঁকুড়া সহ আশপাশের জেলাগুলির ডেঙ্গি আক্রান্তদের চিকিৎসার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজও। ইতিমধ্যেই বিভিন্ন বিভাগের চিকিৎসককে নিয়ে একটি বিশেষ মেডিক্যাল ইউনিট তৈরি করা হয়েছে। ডেঙ্গি চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধ, চিকিৎসা সরঞ্জাম ও প্লেটলেট মজুত করা হয়েছে। মেডিক্যাল কলেজের তরফে জানানো হয়েছে ডেঙ্গি মোকাবিলার জন্য সবরকম প্রস্তুতি রাখা হয়েছে।

বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার সপ্তর্ষী চট্টোপাধ্যায় জানিয়েছেন, বৃহস্পতিবারই হাসপাতালের মেডিসিন, পেডিয়াট্রিক্স, মাইক্রোবায়োলজি বিভাগের চিকিৎসকদের নিয়ে জরুরি বৈঠক করা হচ্ছে। এসওপি করা হয়েছে। স্পেশ্যাল টাস্ক ফোর্সও তৈরি করা হয়েছে। বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালেই স্পেশ্যাল ইউনিট তৈরি করা হচ্ছে। আলাদা করে জায়গা বরাদ্দ করা হচ্ছে না। মেডিসিন, পেডিয়াট্রিক, অ্যানাথেসিয়ালজি বিভাগের বিশেষজ্ঞরা সেই ইউনিটের দায়িত্বে থাকবেন।

চিকিৎসকরা জানাচ্ছেন. আক্রান্তের সংখ্যা এখনও সে অর্থে ভয় ধরায়নি। তবে আগে থেকেই মানুষকে সচেতন করে তার প্রতিরোধ গড়ে তুলতে হবে।

Next Article