বাঁকুড়া: গত কয়েকদিন ধরে যেভাবে একটানা বৃষ্টি হয়ে চলেছে, তাতে পুজো যে আসছে তা বোঝার উপায় নেই। কিন্তু, একেবারেই কি নেই? শরতের নীল আকাশে পেঁজা তুলোর মেঘ না থাক, ছাতিমের গন্ধ আছে। নতুন জামা-জুতো কেনা আছে। কাগজে কিংবা রাস্তার হোর্ডিংয়ে পুজোর কেনাকাটার বিজ্ঞাপন আছে। আর আছে ‘পুজোয় পালস’। পালস ক্যান্ডি এবং টিভই৯ বাংলার অভিনব উদ্যোগ। অনেকেই বলে, পুজো এলেই হুশ করে কোথা থেকে ৪টে দিন কেটে যায়, টেরই পাওয়া যায় না। তার থেকে পুজো আসছে, এই অনুভূতিটাই ভাল। আর এই পুজো আসার সুখানুভূতিকে কয়েক গুণ বাড়িয়ে দিতে রাজ্যের ২২টি শহরে ঘুরছে পালস ক্যান্ডি ও টিভি৯ বাংলার ‘পুজোয় পালস ট্যাবলো’।
ট্যবলোয় আছে প্রচুর পালস ক্যান্ডি। আর তার সঙ্গে সাধারণ মানুষের জন্য থাকছে বেশ কিছু প্রশ্ন। সঠিক উত্তর দিতে পারলেই কেল্লাফতে। পুজোর আগেই হয়ে যেতে পারেন একটি ব্র্যান্ড নিউ চারচাকার গাড়ির মালিক। এছাড়াও থেকে শুরু করে মোটরবাইক, স্কুটির মতো আরও অনেক আকর্ষণীয় উপহার জেতার সুযোগ।
এর আগে দুর্গাপুর এবং জলপাইগুড়ি শহরে দেখা গিয়েছিল পুজোয় পালস ট্যাবলো। এবার সেই ট্যাবলো পৌঁছে গেল বাঁকুড়া এবং রায়গঞ্জে। পুজোর আগে সব বাঙালিই থাকে ফুরফুরে মেজাজে। সেই ফুর্তির মেজাজ নিয়েই বহু মানুষ এগিয়ে এলেন পুজোয় পালস ট্যাবলোর কাছে। প্রশ্নের উত্তরও দিলেন। পুরস্কার জিতলেন কি? জানতে অপেক্ষা করতে হবে আরও কয়েকটা দিন। কলকাতায় শেষ হবে ট্যাবলোর যাত্রা। তারপর লটারি করে, জানিয়ে দেওয়া হবে বিজয়ীদের নাম।
বাঁকুড়া শহরের এক বাসিন্দা বললেন, “আমরা নিয়মিত টিভি৯ বাংলা দেখি। গুণগত মানে অত্যন্ত ভাল একটি চ্যানেল। আর পালস ক্যান্ডি তো আমরা সকলেই ভালবাসি। দুটো ভাল জিনিস যখন কোনও উদ্যোগ নেয়, সেটা তো ভাল হবেই।”
বাঁকুড়া: গত কয়েকদিন ধরে যেভাবে একটানা বৃষ্টি হয়ে চলেছে, তাতে পুজো যে আসছে তা বোঝার উপায় নেই। কিন্তু, একেবারেই কি নেই? শরতের নীল আকাশে পেঁজা তুলোর মেঘ না থাক, ছাতিমের গন্ধ আছে। নতুন জামা-জুতো কেনা আছে। কাগজে কিংবা রাস্তার হোর্ডিংয়ে পুজোর কেনাকাটার বিজ্ঞাপন আছে। আর আছে ‘পুজোয় পালস’। পালস ক্যান্ডি এবং টিভই৯ বাংলার অভিনব উদ্যোগ। অনেকেই বলে, পুজো এলেই হুশ করে কোথা থেকে ৪টে দিন কেটে যায়, টেরই পাওয়া যায় না। তার থেকে পুজো আসছে, এই অনুভূতিটাই ভাল। আর এই পুজো আসার সুখানুভূতিকে কয়েক গুণ বাড়িয়ে দিতে রাজ্যের ২২টি শহরে ঘুরছে পালস ক্যান্ডি ও টিভি৯ বাংলার ‘পুজোয় পালস ট্যাবলো’।
ট্যবলোয় আছে প্রচুর পালস ক্যান্ডি। আর তার সঙ্গে সাধারণ মানুষের জন্য থাকছে বেশ কিছু প্রশ্ন। সঠিক উত্তর দিতে পারলেই কেল্লাফতে। পুজোর আগেই হয়ে যেতে পারেন একটি ব্র্যান্ড নিউ চারচাকার গাড়ির মালিক। এছাড়াও থেকে শুরু করে মোটরবাইক, স্কুটির মতো আরও অনেক আকর্ষণীয় উপহার জেতার সুযোগ।
এর আগে দুর্গাপুর এবং জলপাইগুড়ি শহরে দেখা গিয়েছিল পুজোয় পালস ট্যাবলো। এবার সেই ট্যাবলো পৌঁছে গেল বাঁকুড়া এবং রায়গঞ্জে। পুজোর আগে সব বাঙালিই থাকে ফুরফুরে মেজাজে। সেই ফুর্তির মেজাজ নিয়েই বহু মানুষ এগিয়ে এলেন পুজোয় পালস ট্যাবলোর কাছে। প্রশ্নের উত্তরও দিলেন। পুরস্কার জিতলেন কি? জানতে অপেক্ষা করতে হবে আরও কয়েকটা দিন। কলকাতায় শেষ হবে ট্যাবলোর যাত্রা। তারপর লটারি করে, জানিয়ে দেওয়া হবে বিজয়ীদের নাম।
বাঁকুড়া শহরের এক বাসিন্দা বললেন, “আমরা নিয়মিত টিভি৯ বাংলা দেখি। গুণগত মানে অত্যন্ত ভাল একটি চ্যানেল। আর পালস ক্যান্ডি তো আমরা সকলেই ভালবাসি। দুটো ভাল জিনিস যখন কোনও উদ্যোগ নেয়, সেটা তো ভাল হবেই।”