বাঁকুড়া: আশেপাশে দোকানরা ভাবতেই পারছিলেন না তখন। স্টুডিও-র দোকানের সামনে রাখা জেরক্সের মেশিন। ছবি তোলানোর পাশাপাশি অনেকেই সেখানে জেরক্স করাতে আসতেন। তাঁরাও তখন স্তম্ভিত। দুঁদে পুলিশ কর্তারা দোকানের ভিতরে তখন তল্লাশি চালাচ্ছেন। স্টুডিও-র দোকানে আসল রহস্যের পর্দাফাঁস করল বিষ্ণুপুর থানার পুলিশ। বাঁকুড়ার বিষ্ণুপুরে হদিশ মিলল জাল নোট তৈরির কারখানা। বিষ্ণুপুরের সত্যজিৎ সরনীর একটি স্টুডিওতে ওই জাল নোট তৈরি করা হত। গতকাল রাতে ওই স্টুডিও থেকে প্রচুর পরিমাণ জাল নোট উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে দু’জনকে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার নির্দিষ্ট সূত্রে খবর পেয়ে জয়পুর থানার গোপালনগর এলাকায় জুয়ার একটি আসর থেকে গুরুপদ আচার্য নামের এক ব্যাক্তিকে আটক করে পুলিশ। তার কাছ থেকে বেশ কিছু জাল নোট উদ্ধার করে পুলিশ। এরপর তাকে জিজ্ঞাসাবাদ করে বিষ্ণুপুর শহরের সত্যজিৎ সরণীর একটি স্টুডিও ও জেরক্সের দোকানে জাল নোটের কারখানার হদিশ পায়। জেরক্সের দোকান থেকে একটি প্রিন্টার সহ লক্ষাধিক টাকার জালনোট উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় এক দোকানদার বলেন, “লোকজন আসত দোকানে। আমরা দেখতাম। ছবি তোলা হত দোকানে, জেরক্সও হত। কিন্তু সেখানে যে এসব হত, তা তো কল্পনাও করতে পারছি না।” তদন্তকারীরা ওই দোকানের মালিককে আপাতত আটক করেছে পুলিশ। তাঁকে জেরা করা হচ্ছে। জাল নোট কোথায় কোথায় সরবরাহ করা হত, আদৌ তাঁর সঙ্গে আন্তঃরাজ্য জাল নোট পাচারচক্র জড়িত কিনা, সেই সব তথ্য জানতে চাইছেন তদন্তকারীরা।
দোকানের মালিকের সঙ্গে এই ঘটনার সঙ্গে আর কে কে জড়িত, তার নাম জানতে তৎপর তদন্তকারীরা। দোকান মালিকের কাছ থেকেই নানান গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা।