কোতুলপুর: কৃষি জমিতে কাজ করার সময় রহস্যজনক ভাবে মৃত্যু হল এক কৃষকের। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার কোতুলপুর থানার মধুবনে। কৃষ্ণ সোরেন নামের ওই কৃষকের মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। সাপের কামড় নাকি অন্য কোনও কারণে মৃত্যু তা খতিয়ে দেখতে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বিষ্ণুপুর জেলা হাসপাতালে।
জানা গিয়েছে, প্রতিদিনের মতো শনিবারও আলু গাছের পরিচর্যার কাজে জমিতে গিয়েছিলেন কৃষ্ণ সোরেন। সেখানে কাজ করার সময় আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি। সঙ্গে কাজ করছিলেন অন্য চাষিরাও। কৃষ্ণর অবস্থা দেখে দ্রুত তাঁকে নিয়ে নিকটবর্তী গোগড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। কিন্তু, ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে।
চিকিৎসকেরা অনেক চেষ্টা করলেও আর তাঁকে বাঁচানো যায়নি। শেষ পর্যন্ত কৃষ্ণকে মৃত বলে ঘোষণা করে দেন চিকিৎসকেরা। কেউ কেউ বলছেন সাপের কামরেই মৃত্যু হয়েছে তাঁর। তবে সেই সংক্রান্ত কিছু বিশদে হাসপাতালের তরফে জানা যায়নি। তাই মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ আছে কিনা তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। শোকের ছায়া নেমেছে পরিবারে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠিয়েছে।