Road Accident: অযোধ্যা যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, বরানগরের ২৬ পর্যটক নিয়ে জাতীয় সড়কে উল্টে গেল গাড়ি

Hirak Mukherjee | Edited By: জয়দীপ দাস

Dec 15, 2024 | 10:23 AM

Road Accident: পর্যটক বোঝাই ট্রাভেলার গাড়ির বেপরোয়া গতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনায় মোট ৭ জন পর্যটক আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। আহতদের দাবি চালক অত্যন্ত জোরে গাড়ি চালাচ্ছিলেন।

Road Accident: অযোধ্যা যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, বরানগরের ২৬ পর্যটক নিয়ে জাতীয় সড়কে উল্টে গেল গাড়ি
হাসপাতালে ভর্তি সাত
Image Credit source: TV 9 Bangla

Follow Us

ওন্দা: জাঁকিয়ে শীত বঙ্গে। কলকাতায় ১২ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছে পারা। অন্যদিকে ঠান্ডায় দার্জিলিংয়ের সঙ্গে জোর টক্কর দিচ্ছে পুরুলিয়া। রবিবারই পুরুলিয়ার তাপমাত্রা ৫.৯ ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়। যা স্বাভাবিকের থেকে ৭ ডিগ্রি কম। এদিকে শীতে পুরুলিয়াতে প্রতি বছরই প্রচুর পর্যটকের আগমণ দেখা যাকে। এবারেও তার প্রতিচ্ছবি দেখা যাচ্ছে। কিন্তু, ঘটে গেল বিপত্তি। ভোর রাতে বরানগর থেকে পুরুলিয়া যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ল পর্যটক বোঝাই একটি গাড়ি। এদিন ভোরে দুর্ঘটনাটি ঘটে ৬০ নম্বর জাতীয় সড়কের উপর বাঁকুড়ার ওন্দা থানার ভেদুয়াশোলের কাছে। 

ঘটনায় আহত হয়েছেন মোট সাত জন। আহতদের ওন্দা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জানা গিয়েছে, বরানগর থেকে একটি ট্রাভেলার গাড়িতে চড়ে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে বেড়াতে যাচ্ছিলেন মোট ২৬ জন পর্যটক। বিষ্ণুপুর হয়ে গাড়িটি ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে পুরুলিয়ার দিকে যাওয়ার সময় ওন্দা থানার ভেদুয়াশোল মোড়ের কাছে আচমকাই একটি ট্রাকে ধাক্কা মারে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ওন্দা থানার পুলিশ। পরে পুলিশ আহত পর্যটকদের উদ্ধার করে ওন্দা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। 

পুলিশ সূত্রে খবর, পর্যটক বোঝাই ট্রাভেলার গাড়ির বেপরোয়া গতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনায় মোট ৭ জন পর্যটক আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। আহতদের দাবি চালক অত্যন্ত জোরে গাড়ি চালাচ্ছিলেন। যাত্রীরা বারবার বলার পরেও চালক গাড়ির গতি নিয়ন্ত্রণ না করাতেই এই দুর্ঘটনা। 

Next Article