Journalist: অফিস থেকে বেরোতেই তুলে নিয়ে যাওয়া হয় তাঁকে, সাংবাদিক ‘আটক’ ঘিরে তুলকালামকাণ্ড

Deeksha Bhuiyan | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 01, 2024 | 2:25 PM

Journalist: তেজগাঁও থানার ওসি বলেন, সাংবাদিক মুন্নী সাহা রাত ১০টার দিকে কারওয়ান বাজারের জনতা টাওয়ারের অফিস থেকে বের হওয়ার পর কিছু ব্যক্তি তাঁকে ঘিরে ধরেন।  পরে তাঁকে নিয়ে যায় পুলিশ।

Journalist: অফিস থেকে বেরোতেই তুলে নিয়ে যাওয়া হয় তাঁকে, সাংবাদিক আটক ঘিরে তুলকালামকাণ্ড
সাংবাদিক মুন্নী সাহা
Image Credit source: TV9 Bangla

Follow Us

বাংলাদেশ:  বাংলাদেশে অশান্তি এখনও অব্যাহত। চট্টগ্রামে সংখ্যালঘুদের তিনটি ধর্মীয় প্রতিষ্ঠানে হামলার অভিযোগ। ফের কাঠগড়ায় কট্টরপন্থীরাই। এলাকার বেশ কয়েকটি দোকানে ভাঙচুর চালানো হয় বলেও অভিযোগ। এদিকে, চিন্ময়কৃষ্ণ দাসের পর বাংলাদেশে পাকড়াও সাংবাদিক মুন্নি সাহা। তিনি এক অনলাইন পোর্টালের সঞ্চালকও। শোরগোল পড়তেই তড়িঘড়ি তাঁকে ছেড়ে দেয় ঢাকা পুলিশ।

যদিও পুলিশের বক্তব্য, কারওয়ান বাজার এলাকায় সাংবাদিক-সঞ্চালক মুন্নি সাহাকে দেখে ঘিরে ধরেছিলেন কিছু লোক। খবর পেয়ে সেখানে পৌঁছয় পুলিশ। তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছিল। তাঁকে আটক বা গ্রেফতার করা হয়নি বলে ঢাকা পুলিশের বক্তব্য।

তেজগাঁও থানার ওসি বলেন, সাংবাদিক মুন্নী সাহা রাত ১০টার দিকে কারওয়ান বাজারের জনতা টাওয়ারের অফিস থেকে বের হওয়ার পর কিছু ব্যক্তি তাঁকে ঘিরে ধরেন।  পরে তাঁকে নিয়ে যায় পুলিশ। কিন্তু সাংবাদিক ‘গ্রেফতার’ হয়েছেন, এই খবর ছড়ানো মাত্রই শোরগোল পড়ে যায়। শতাধিক ব্যক্তি সাংবাদিকের বিচারের দাবিতে স্লোগান দিতে থাকেন। তাতে পরিস্থিতি আরও তপ্ত হতে থাকে। পরে পুলিশ তাঁকে ছেড়ে দেন। পুলিশের দাবি, জমায়েতের মাঝখান থেকে সাংবাদিককে উদ্ধার করে পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

তবে উল্লেখ্য, এই সাংবাদিকের বিরুদ্ধে আগে একাধিক মামলা রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতা নিহতের ঘটনায় সাংবাদিক মুন্নী সাহার বিরুদ্ধে মামলা হয়েছিল। অক্টোবর মাসেই মুন্নী বাংলাদেশের ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের আতস কাচের নীচে আসে। তাঁর ব্যাঙ্ক আমানতের সমস্ত নথি চেয়ে পাঠান তদন্তকারীরা।

Next Article