Potato Crisis: ‘রাজকোষে’ ভর্তি, তাও কেন বাড়তে পারে দাম? আলুর ‘দোষ’ কার?

Hirak Mukherjee | Edited By: জয়দীপ দাস

Dec 01, 2024 | 11:14 AM

Potato Crisis: আলু সংরক্ষণের সময়সীমা বৃদ্ধি করেও কাটল না জট। সোমবার থেকে ব্যবসায়ীদের কর্মবিরতির ডাকে ঘোরালো হচ্ছে সঙ্কটের মেঘ। সঙ্কট ঠিক কোথায়? কেন ফুঁসছেন আলু ব্যবসায়ীরা?

Potato Crisis: রাজকোষে ভর্তি, তাও কেন বাড়তে পারে দাম? আলুর দোষ কার?
দাম বাড়বে আলুর?
Image Credit source: Getty Images

Follow Us

সনৎ মাঝি ও হীরক মুখোপাধ্যায়ের রিপোর্ট 

বাঁকুড়া ও হুগলি: আলু সংরক্ষণের সময়সীমা বৃদ্ধি করেও মিটছে না রাজ্যের আলু সমস্যা। এখনও পর্যন্ত রাজ্যের হিমঘরগুলিতে যে পরিমাণ আলু মজুত রয়েছে তা আদৌ বর্ধিত সময়ের মধ্যে বের করা যাবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। অন্যদিকে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি ও হিমঘর মালিক সংগঠন যৌথভাবে সোমবার থেকে কর্মবিরতির ডাক দেওয়ায় নতুন করে জটিলতা। 

সঙ্কট ঠিক কোথায়? 

হিমঘরে মজুদ আলু রাখার সময়সীমা ছিল ৩০ নভেম্বর পর্যন্ত। যা বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত করেছে রাজ্য। সূত্রের খবর, রাজ্যের হিমঘরগুলিতে এখনও পযন্ত মজুত থাকা আলুর পরিমান প্রায় সাড়ে সাত লক্ষ মেট্রিক টন। বিগত মরসুমে রাজ্য জুড়ে আলুর  মাত্রাতিরিক্ত উৎপাদন হয়েছিল। ফলে রাজ্যের বেশিরভাগ হিমঘরেই সর্বোচ্চ ক্ষমতায় আলু সংরক্ষণ করা হয়েছিল। আলু ব্যবসায়ীদের দাবি, এ রাজ্যে সারা বছর আলুর যে চাহিদা তার তুলনায় অনেক বেশি আলু সংরক্ষণ করা হয়েছিল। এই পরিস্থিতিতে ব্যবসায়ীদের ভরসা ছিল ভিন রাজ্যের বাজার। মূলত পার্শ্ববর্তী ঝাড়খণ্ড, বিহার, ওড়িশা ও ছত্তিশগঢ় ও অসমে আলু রফতানি করে এ রাজ্য। কিন্তু, চলতি বছর বিভিন্ন সময়ে সরকারি নিষেধাজ্ঞা ও রাজ্যের সীমানাগুলিতে পুলিশের কড়াকড়িতে আলু রফতানি মার খায়। এর জেরে এখনও হিমঘরগুলিতে বিপুল পরিমাণ আলু মজুত রয়েছে। 

ফুঁসছেন আলু ব্যবসায়ীরা 

সরকারি নিয়ম অনুযায়ী ৩০ নভেম্বরের মধ্যে হিমঘরগুলি খালি না হওয়ায় গতকালই নোটিশ জারি করে রাজ্যের হিমঘরগুলিতে আলু সংরক্ষণের সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করেছে রাজ্য সরকার। কিন্তু, তারপরেও জটিলতা কাটেনি। চলতি সপ্তাহের গোড়া থেকেই রাজ্যের সীমানাগুলিতে আলু রফতানির ক্ষেত্রে কড়াকড়ি শুরু হওয়ায় নতুন করে সঙ্কট তৈরি হয়েছে। আলু রফতানির ক্ষেত্রে রাজ্যের সীমানা পুলিশি হয়রানির প্রতিবাদে সোমবার থেকে রাজ্য জুড়ে কর্মবিরতির ডাক দিয়েছে আলু ব্যবসায়ী সমিতি ও হিমঘর মালিক সংগঠনগুলি। সেক্ষেত্রে মঙ্গলবার থেকে রাজ্যের বাজারগুলিতে আলুর জোগান বন্ধ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বাড়ছে উদ্বেগ। সেক্ষেত্রে ফের সাময়িকভাবে রাজ্যে বৃদ্ধি পেতে পারে আলুর দাম। 

আলু ব্যবসায়ীদের দাবি, নতুন আলু বাজারে আসার আগে রাজ্যে যে পরিমান আলুর প্রয়োজন তার তুলনায় অনেক বেশি আলু এখনও মজুত রয়েছে হিমঘরগুলিতে। একদিকে ভিন রাজ্যে আলু রফতানি বন্ধ, অন্যদিকে ৩১ ডিসেম্বরের মধ্যে হিমঘর খালি করার সরকারি নির্দেশ, এই দুইয়ের যাঁতাকলে পড়ে শেষ পর্যন্ত সংরক্ষিত বিপুল পরিমাণ আলু ফেলে দিতে হবে বলেও আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে বাধ্য হয়েই আলু রফতানির ক্ষেত্রে রাজ্যের সীমানা শিথিল করার দাবিতে তাঁদের এই কর্মবিরতির পথে হাঁটতে হচ্ছে। এখন দেখার শেষ পর্যন্ত জল কোনদিকে গড়ায়। 

Next Article