বাঁকুড়া: আত্মীয় বাড়ি সংলগ্ন দারকেশ্বর নদে মকর স্নান করতে গিয়ে জলে তলিয়ে মৃত্যু হল নবম শ্রেণির এক ছাত্রের। মৃত ছাত্রের নাম রুদ্র নারায়ণ কুণ্ডু। দুপুরে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার জয়পুর থানার পড়াশিয়া গ্রামের কাছে দারকেশ্বর নদের ঘাটে।
স্থানীয় ভাবে জানা গিয়েছে, বাঁকুড়ার পাত্রসায়ের ব্লকের বালসি হাইস্কুলের নবম শ্রেণীর ছাত্র রুদ্র নারায়ণ। পরিবারের অন্যান্যদের সঙ্গে প্রতি বছরই মকর সংক্রান্তি উপলক্ষে জয়পুর ব্লকের লোকপুর গ্রামে আত্মীয়ের বাড়িতে যায়। এবারও তার অন্যথা হয়নি। এদিন আত্মীয় বাড়িতে আসার পর পরিবারের অন্যান্যদের সঙ্গে ওই ছাত্র দারকেশ্বর নদের স্থানীয় পড়াশিয়া ঘাটে স্নান করতে যায়। সেখানে আচমকাই তলিয়ে যায় সে।
বিষয়টি বুঝতে পেরে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করার চেষ্টা শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় জয়পুর থানার পুলিশ। বেশ কিছুক্ষণ পর দারকেশ্বর নদের জলের তলা থেকে অচৈতন্য অবস্থায় ওই পড়ুয়াকে উদ্ধার করে জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখানেই ওই পড়ুয়াকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এই ঘটনায় স্বাভাবিক ভাবেই এলাকায় শোকের ছায়া নেমে আসে।