বাঁকুড়া: কাশফুলের ব্যবহারিক ও বাণিজ্যিক দিকগুলি নিয়ে অনেকদিন আগেই নিজের ভাবনার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কাশফুল দিয়ে বালিশ, বালাপোষ তৈরির কথা বলেছিলেন তিনি। সেটি ছিল ২০২২ সালের নভেম্বর মাসের কথা। এবার ফের একবার মুখ্যমন্ত্রীর গলায় কাশফুলের প্রসঙ্গ। বাঁকুড়ায় (Bankura) এদিন সরকারি পরিষেবা প্রদানের এক অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী জানালেন, ‘বিশ্বাস করুন, আজ কাশফুলের বালিশ তৈরি হচ্ছে, কাশফুলের বালাপোষ তৈরি হচ্ছে গায়ে দেওয়ার জন্য।’ অর্থাৎ, মুখ্যমন্ত্রী সেদিন যে বার্তা দিয়েছিলেন, সেটি যে আজকের দিনে সত্যিই কার্যকর হচ্ছে, তা নিজের কথায় বুঝিয়ে দিলেন তিনি। প্রসঙ্গত, গতবছর মুখ্যমন্ত্রী হাওড়া থেকে কাশফুলের উপযোগিতা নিয়ে যে মন্তব্য করেছিলেন, তা নিয়ে কটাক্ষও করেছিল বিরোধী দলগুলি।
তবে এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘আগে কাশফুল হত দুর্গাপুজোর সময়। সেগুলি হত, আবার শুকিয়ে যেত। কোনও কাজে লাগত না। আমি বলেছিলাম, এই কাশফুল দিয়ে ভাল পাতলা পাতলা বালিশ হবে, আর গায়ে দেওয়ার জন্য ভাল বালাপোষ তৈরি হবে। বিশ্বাস করুন, আজ তৈরি হচ্ছে কাশফুলের বালিশ ও বালাপোষ।’ এদিন রাজ্যের হস্তশিল্পের বিকাশ নিয়েও কথা বললেন তিনি। বাঁকুড়ায় গিয়ে কাগজ দিয়ে তৈরি করা একটি সুন্দর ব্যাগ মুখ্যমন্ত্রীর বেশ পছন্দ হয়েছে। পছন্দ হওয়ামাত্রই সেটি কিনে নিয়েছেন তিনি। সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে নিজেই সেকথা জানালেন তিনি।
প্রকৃতির সঙ্গে গ্রামের মানুষদের যে আত্মিক টান রয়েছে, সেই কথাও এদিন নিজের কথা তুলে ধরার চেষ্টা করেন তিনি। মুখ্যমন্ত্রী বললেন, ‘মাটির মধ্যে সোনা আছে। মাটিতে অনেক কিছু সৃষ্টি হয়। গ্রামের মানুষরা অনেক কিছু সৃষ্টি করেন। আপনারাই সৃষ্টিকর্তা, আপনারাই ভবিষ্যৎদৃষ্টা।’ বাঁকুড়ার মানুষের যে কোনওরকম কর্মসংস্থানের অভাব হবে না, সেই কথাও এদিন নিজের কথায় বুঝিয়ে দেন মুখ্যমন্ত্রী। সামনেই রাজ্যে পঞ্চায়েত ভোট। এখন দেখার আসন্ন নির্বাচনে মমতার এই বার্তা কতটা প্রভাব ফেলে জেলার রাজনীতিতে।
বাঁকুড়া: কাশফুলের ব্যবহারিক ও বাণিজ্যিক দিকগুলি নিয়ে অনেকদিন আগেই নিজের ভাবনার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কাশফুল দিয়ে বালিশ, বালাপোষ তৈরির কথা বলেছিলেন তিনি। সেটি ছিল ২০২২ সালের নভেম্বর মাসের কথা। এবার ফের একবার মুখ্যমন্ত্রীর গলায় কাশফুলের প্রসঙ্গ। বাঁকুড়ায় (Bankura) এদিন সরকারি পরিষেবা প্রদানের এক অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী জানালেন, ‘বিশ্বাস করুন, আজ কাশফুলের বালিশ তৈরি হচ্ছে, কাশফুলের বালাপোষ তৈরি হচ্ছে গায়ে দেওয়ার জন্য।’ অর্থাৎ, মুখ্যমন্ত্রী সেদিন যে বার্তা দিয়েছিলেন, সেটি যে আজকের দিনে সত্যিই কার্যকর হচ্ছে, তা নিজের কথায় বুঝিয়ে দিলেন তিনি। প্রসঙ্গত, গতবছর মুখ্যমন্ত্রী হাওড়া থেকে কাশফুলের উপযোগিতা নিয়ে যে মন্তব্য করেছিলেন, তা নিয়ে কটাক্ষও করেছিল বিরোধী দলগুলি।
তবে এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘আগে কাশফুল হত দুর্গাপুজোর সময়। সেগুলি হত, আবার শুকিয়ে যেত। কোনও কাজে লাগত না। আমি বলেছিলাম, এই কাশফুল দিয়ে ভাল পাতলা পাতলা বালিশ হবে, আর গায়ে দেওয়ার জন্য ভাল বালাপোষ তৈরি হবে। বিশ্বাস করুন, আজ তৈরি হচ্ছে কাশফুলের বালিশ ও বালাপোষ।’ এদিন রাজ্যের হস্তশিল্পের বিকাশ নিয়েও কথা বললেন তিনি। বাঁকুড়ায় গিয়ে কাগজ দিয়ে তৈরি করা একটি সুন্দর ব্যাগ মুখ্যমন্ত্রীর বেশ পছন্দ হয়েছে। পছন্দ হওয়ামাত্রই সেটি কিনে নিয়েছেন তিনি। সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে নিজেই সেকথা জানালেন তিনি।
প্রকৃতির সঙ্গে গ্রামের মানুষদের যে আত্মিক টান রয়েছে, সেই কথাও এদিন নিজের কথা তুলে ধরার চেষ্টা করেন তিনি। মুখ্যমন্ত্রী বললেন, ‘মাটির মধ্যে সোনা আছে। মাটিতে অনেক কিছু সৃষ্টি হয়। গ্রামের মানুষরা অনেক কিছু সৃষ্টি করেন। আপনারাই সৃষ্টিকর্তা, আপনারাই ভবিষ্যৎদৃষ্টা।’ বাঁকুড়ার মানুষের যে কোনওরকম কর্মসংস্থানের অভাব হবে না, সেই কথাও এদিন নিজের কথায় বুঝিয়ে দেন মুখ্যমন্ত্রী। সামনেই রাজ্যে পঞ্চায়েত ভোট। এখন দেখার আসন্ন নির্বাচনে মমতার এই বার্তা কতটা প্রভাব ফেলে জেলার রাজনীতিতে।