Bankura: হচ্ছে না কাজ, ‘হাতে’ হ্যারিকেন! ‘ধনী’ পঞ্চায়েতের ঘুম ভাঙাতে নতুন রণকৌশল বিরোধীদের

Hirak Mukherjee | Edited By: জয়দীপ দাস

Jul 31, 2024 | 3:09 PM

Bankura: একদিকে পথবাতি জ্বলে না, অন্যদিকে রাস্তা ঘাটের বেহাল অবস্থা, নির্বিকার পঞ্চায়েতের ঘুম ভাঙাতে হ্যারিকেন হাতে গ্রাম পঞ্চায়েতের সামনে অবস্থান বিক্ষোভে বিরোধী সদস্যরা। শোরগোল বাঁকুড়ায়। চাপানউতোর জেলার রাজনৈতিক মহলে।

Bankura: হচ্ছে না কাজ, ‘হাতে’ হ্যারিকেন! ‘ধনী’ পঞ্চায়েতের ঘুম ভাঙাতে নতুন রণকৌশল বিরোধীদের
হাতে হ্যারিকেন নিয়ে চলছে আন্দোলন
Image Credit source: TV-9 Bangla

Follow Us

বাঁকুড়া: একদিকে মাসের পর মাস এলাকায় পথবাতি জ্বলে না, অন্যদিকে সংস্কারের অভাবে বেহাল হয়ে পড়েছে এলাকার রাস্তাঘাট। অভিযোগ, পঞ্চায়েতের নিজস্ব ফান্ডে লক্ষ লক্ষ টাকা থাকলেও নির্বিকার তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত। এমতাবস্থায় গ্রাম পঞ্চায়েতের ঘুম ভাঙাতে হ্যারিকেন হাতে গ্রাম পঞ্চায়েতের মূল গেট ঘেরাও করে বিক্ষোভে সামিল হলেন পঞ্চায়েতের বিরোধী সদস্যরা। 

বাঁকুড়ার অন্যতম ধনী গ্রাম পঞ্চায়েত হিসাবে পরিচিত বড়জোড়া গ্রাম পঞ্চায়েত। বড়জোড়া শিল্প তালুকের অধিকাংশ শিল্প থেকে বিপুল আয় হয় এই গ্রাম পঞ্চায়েতের। তাছাড়াও একাধিক বালি ঘাট থেকে আয় হয় পঞ্চায়েতের। বিপুল আয়ের উৎস থাকলেও গ্রাম পঞ্চায়েত উন্নয়নের কাজ করছে না বলে অভিযোগ। এলাকার রাস্তা ঘাটের অবস্থা বেহাল, রাস্তায় পথবাতি থাকলেও তা মাসের পর মাস ধরে জ্বলে না। এই অবস্থায় এলাকার মানুষকে হাতে হ্যারিকেন নিয়ে চলাচল করতে হচ্ছে বলে অভিযোগ। 

এই পরিস্থিতিতে দ্রুত রাস্তা মেরামত ও পথবাতি মেরামতির ব্যবস্থার দাবিতে বুধবার থেকে আন্দোলনে নামলেন পঞ্চায়েতের বিরোধী বিজেপি সদস্যরা। এদিন বিজেপির ১১ জন সদস্য হাতে হ্যারিকেন নিয়ে পঞ্চায়েতের সামনে ধরনায় বসেন। দীর্ঘক্ষণ ধরে চলে বিক্ষোভও। যদিও বিষয়টি নিয়ে গ্রাম পঞ্চায়েত প্রধানের কোনও বক্তব্য মেলেনি। ঘটনাকে কেন্দ্র করে জেলার রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চাপানউতর। 

Next Article