Dengue-Malaria: এক জেলাতেই আক্রান্তের সংখ্যায় প্রায় ডাবল সেঞ্চুরি! ডেঙ্গির সঙ্গেই ভয় বাড়াচ্ছে ম্যালেরিয়া

Hirak Mukherjee | Edited By: জয়দীপ দাস

Jul 31, 2024 | 4:26 PM

Dengue-Malaria: বাঁকুড়ায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে ম্যলেরিয়া ও ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। দুই অসুখেই আক্রান্তর সংখ্যা প্রায় সেঞ্চুরি ছুঁয়েছে। উদ্বিগ্ন স্বাস্থ্য দফতর ও বাঁকুড়া পুরসভা। পরিস্থিতি নিয়ন্ত্রণে জোরদার পরিকল্পনা।

Dengue-Malaria: এক জেলাতেই আক্রান্তের সংখ্যায় প্রায় ডাবল সেঞ্চুরি! ডেঙ্গির সঙ্গেই ভয় বাড়াচ্ছে ম্যালেরিয়া
উদ্বেগ বাড়ছে স্বাস্থ্য মহলে
Image Credit source: TV-9 Bangla

Follow Us

বাঁকুড়া: সারা রাজ্যেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে ম্যালেরিয়া ও ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। বাঁকুড়া জেলাতেও সেই ছবি আলাদা নয়। জেলাজুড়ে ম্যালেরিয়া ও ডেঙ্গি দুই অসুখেই আক্রান্তের সংখ্যা প্রায় সেঞ্চুরি হাঁকাতে চলেছে। বর্ষার বৃষ্টি শুরু হতেই আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে দ্রুত হারে। এই পরিস্থিতিতে উদ্বিগ্ন স্বাস্থ্য দফতর ও বাঁকুড়া পুরসভা দুই দফতরই মশাবাহিত এই রোগ নিয়ন্ত্রণে কোমর বেঁধে মাঠে নেমেছে।

গত বছর বর্ষায় বাঁকুড়া শহরের ১৯ নম্বর ওয়ার্ডে ডেঙ্গির ব্যাপক প্রকোপ দেখা গিয়েছিল। ওই একটি ওয়ার্ডেই আক্রান্ত ছাড়িয়েছিল একশোর বেশি। এবার বর্ষার শুরু থেকে জেলার বিভিন্ন প্রান্তে ফের বাড়তে শুরু করেছে ডেঙ্গি ও ম্যলেরিয়ার প্রকোপ। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যেই বাঁকুড়া স্বাস্থ্য জেলায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৯৬ জনে পৌঁছে গিয়েছে। ম্যালেরিয়ায় আক্রান্তের সংখ্যা ৮০ জন। 

এরই মধ্যে রানিবাঁধ ও ছাতনা ব্লকে ম্যালেরিয়া এবং ওন্দা ও বাঁকুড়া এক নম্বর ব্লকে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা সর্বাধিক বলে জানা যাচ্ছে। জেলাজুড়ে ম্যালেরিয়া ও ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেতে থাকায়  স্বাস্থ্য দফতর ও বাঁকুড়া পুরসভা যৌথভাবে রাস্তায় নেমেছে। বাড়ি বাড়ি সচেতনতা বৃদ্ধি ও নজরদারি চালানোর পাশাপাশি জেলাজুড়ে স্বাস্থ্য সচেতনতা গড়ে তুলতে বিশেষ উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য দফতর। একই ছবি বর্ধমানেও। সেখানেও হু হু করে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। বর্ধমান পৌর এলাকার একই ওয়ার্ডে ডেঙ্গির কবলে পড়েছেন ১২ জন। তড়িঘড়ি স্পেশাল ফিভার ক্লিনিক খুলে রক্ত পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের তরফে।   

Next Article