CPM to TMC Joining: ভোটের আগে CPM-এ রক্তক্ষরণ, দল ছাড়লেন নেত্রী

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Apr 14, 2024 | 1:49 PM

Bankura: বাঁকুড়ার সিমলাপাল ব্লকের মাচাতোড়া গ্রাম পঞ্চায়েতের ঘোড়াধরা বুথে গত গ্রাম পঞ্চায়েত নির্বাচনে সিপিএম-এর টিকিটে জয়ী হন সায়েনা বিবি। ওই গ্রাম পঞ্চায়েতে সংখ্যাধিক্য আসনে তৃণমূল জয়ী হওয়ায় পঞ্চায়েতটিতে বোর্ড গঠন করে তৃণমূল।

CPM to TMC Joining: ভোটের আগে CPM-এ রক্তক্ষরণ, দল ছাড়লেন নেত্রী
তৃণমূলে যোগদান বাঁকুড়ায়
Image Credit source: Tv9 Bangla

Follow Us

বাঁকুড়া: লোকসভা ভোটের মুখে ফের রক্তক্ষরণ সিপিএম-এর। সিপিএম-এর প্রতীকে জয়লাভ করা পঞ্চায়েত সদস্যা দল ছেড়ে যোগ দিলেন তৃণমূলে। দলে নবাগতার হাতে সেই পতাকা তুলে দেন তৃণমূলের সিমলাপাল ব্লক সভাপতি ফাল্গুনী সিংহবাবু। সিপিএম এর দাবি, নিজেদের জনপ্রিয়তা বৃদ্ধি হচ্ছে তা প্রমাণে মরিয়া তৃণমূল। এখন জোর করে ভয় দেখিয়ে বিভিন্ন দল থেকে কর্মীদের নিজেদের দলে যোগদান করাচ্ছে।

বাঁকুড়ার সিমলাপাল ব্লকের মাচাতোড়া গ্রাম পঞ্চায়েতের ঘোড়াধরা বুথে গত গ্রাম পঞ্চায়েত নির্বাচনে সিপিএম-এর টিকিটে জয়ী হন সায়েনা বিবি। ওই গ্রাম পঞ্চায়েতে সংখ্যাধিক্য আসনে তৃণমূল জয়ী হওয়ায় পঞ্চায়েতটিতে বোর্ড গঠন করে তৃণমূল। লোকসভা নির্বাচনে ওই গ্রাম পঞ্চায়েতের সিপিএম-এর টিকিটে জয়ী সদস্যা সায়েনা বিবি তৃণমূলে যোগ দিলেন।

গতকাল সায়েনা বিবির হাতে তৃণমূলের পতাকা তুলে দেন তৃণমূলের সিমলাপাল ব্লক সভাপতি ফাল্গুনী সিংহবাবু। সিপিএম-এর দাবি ঘাসফুল শিবিরের জনপ্রিয়তা দ্রুত কমছে। আর তা চাপা দিতেই এভাবে বিরোধীদের তৃণমূলে যোগ দেওয়ার নাটক করছে। এই বিষয়ে সিপিএম এর বাঁকুড়া জেলা কমিটির সদস্য বিপ্লব দাস মহান্ত বলেন, “তৃণমূল বুঝতে পারছে তাদের পায়ের তলার মাটি সরে যাচ্ছে। বিজেপিও একই কাজ করছে। আমাদের লোকজনকে ভয় দেখিয়ে হাতে পতাকা তুলে দিচ্ছে। তারা এটা প্রমাণ করতে চাইছে তাদের নাকি জনসমর্থন বাড়ছে। আসলে ভিতরে-ভিতরে তৃণমূল ধ্বংস হয়ে গিয়েছে। মানুষ আর তৃণমূলকে চায় না।”

 

Next Article