বাঁকুড়া: বিজেপি প্রার্থীর ফ্লেক্স ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল জঙ্গলমহলে। বিজেপি প্রার্থীর ফ্লেক্স ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল জঙ্গলমহলে রাইপুর ব্লকের রঘুনাথপুর এলাকায়। বিজেপির অভিযোগের আঙুল তৃণমূলের দিকে। পাল্টা তৃণমূল বলছে, বিজেপির গোষ্ঠীকোন্দলই এর কারণ।
রঘুনাথপুরে সুভাষ সরকারের ফ্লেক্স ছিঁড়ে ফেলে বলে অভিযোগ ওঠে। বিজেপির দাবি, তৃণমূলের লোকজন এই ফ্লেক্স ছিঁড়ে ফেলেছে। পাল্টা তৃণমূলের তোপ, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বে ওই ফ্লেক্স ছেঁড়া হয়ে থাকতে পারে।
বাঁকুড়ার তাপমাত্রা এমনিই ৪০ ডিগ্রি পার করেছে। তার উপর আবার ভোট উত্তাপ। ফুটছে বাঁকুড়ার জঙ্গলমহল। রবিবার দিনভর ভোট প্রচার করেন সুভাষ সরকার। প্রচার শেষে রাইপুর থানার ঢেকো অঞ্চলের রঘুনাথপুরে যান তিনি। সেখানেই বিজেপির প্রচার-ফ্লেক্স ছিঁড়ে ফেলা হয় বলে অভিযোগ।
সোমবার সকালে বিষয়টি নজরে আসতেই এলাকায় উত্তেজনা ছড়ায়। বিজেপি প্রার্থী সুভাষ সরকারের দাবি, রাইপুরে বিজেপির মিছিলে এত মানুষ এসেছে দেখে হিংসায় তৃণমূল এসব করেছে। বিজেপি প্রার্থী জানান, কমিশনে বিষয়টি জানানো হবে। পাল্টা বাঁকুড়ার তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীর দাবি, তৃণমূল ফ্লেক্স ছেঁড়ার সংস্কৃতিতে বিশ্বাসী নয়। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বে বিজেপির একাংশই ওই ফ্লেক্স ছিঁড়েছে।