Bankura: ম্যাডামকে শেষমেশ এইভাবে দেখতে হবে! স্বপ্নেও কল্পনা করেননি পড়ুয়ারা, জড়ো হল লোকজন

Hirak Mukherjee | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jan 08, 2025 | 3:42 PM

Bankura Accident: স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়ার জয়পুরের দিক থেকে একটি ওমনি ভ্যান বেশ কয়েকজন পড়ুয়া ও অধ্যক্ষাকে নিয়ে বিষ্ণুপুরের একটি বেসরকারি স্কুলে যাচ্ছিল।

Bankura: ম্যাডামকে শেষমেশ এইভাবে দেখতে হবে! স্বপ্নেও কল্পনা করেননি পড়ুয়ারা, জড়ো হল লোকজন
বাঁকুড়ায় কী ঘটল?
Image Credit source: Tv9 Bangla

Follow Us

বাঁকুড়া: স্কুল ভ্যানে চড়ে রোজের মতো যাচ্ছিলেন স্কুলে। সেই সময় বেপরোয়া প্রাইভেট গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ। মৃত্যু হল বেসরকারি স্কুলের অধ্যক্ষার। ঘটনায় জখম হয়েছে স্কুল ভ্যানে থাকা ছয় পড়ুয়া। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বিষ্ণুপুর থানার বন কামারপুকুর এলাকায়। দ্রুত আহত পড়ুয়া সহ দুই গাড়ির আহত চালককে উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখনও পড়ুয়াদের একাংশ ভাবতেই পারছেন না তাঁদের শিক্ষিকা আর নেই। মৃত অধ্যক্ষার নাম রুমা বিশ্বাস।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়ার জয়পুরের দিক থেকে একটি ওমনি ভ্যান বেশ কয়েকজন পড়ুয়া ও অধ্যক্ষাকে নিয়ে বিষ্ণুপুরের একটি বেসরকারি স্কুলে যাচ্ছিল। ভ্যানটি আরামবাগ বিষ্ণুপুর রাজ্য সড়ক ধরে বিষ্ণুপুর থানার বন কামারপুকুরের কাছাকাছি আসতেই ,উল্টো দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি বেসরকারি গাড়ি সজোরে গিয়ে মুখোমুখি ধাক্কা মারে ভ্যানটিকে। ধাক্কার তীব্রতা এতটাই ছিল যে স্কুল  ভ্যানটির সামনের অংশ সম্পূর্ণ রূপে দুমড়ে মুচড়ে যায়। ঘটনায় গুরুতর জখম হয় ভ্যানে থাকা ছয় পড়ুয়া সহ সকলেই। দ্রুত স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন। ভ্যান থেকে আহত পড়ুয়া, চালক ও অধ্যক্ষাকে উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। সেখানেই আহত অধ্যক্ষাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

মৃতার আত্মীয় সুব্রত বিশ্বাস বলেন, “আমি অফিসে এসেছি। খবর পেলাম দুর্ঘটনা ঘটেছে। শুনলাম বিষ্ণপুর যাওয়ার মুখে দুর্ঘটনা ঘটেছে। ওই গাড়িতে আমার বৌমা ছিল নিজের। শুনলাম মারা গিয়েছে।”

Next Article