Soumitra Khan: ‘আমাদের কথা শুনুন…’, সৌমিত্রকে ঘিরতেই তিনি বললেন, ‘২০ জন লোক নিয়ে আমায় ভয় দেখাবেন না’

Hirak Mukherjee | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jan 07, 2025 | 5:23 PM

Soumitra Khan: আন্ডারপাসের দাবি জানিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন। বিষ্ণুপুরে রেলওভার ব্রিজ তৈরি হওয়ায় বন্ধ রয়েছে আন্ডারপাসের কাজ। সেই নিয়েই বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় লোকজন। এরপর মঙ্গলবার বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলতে যান সৌমিত্র।

Soumitra Khan: আমাদের কথা শুনুন..., সৌমিত্রকে ঘিরতেই তিনি বললেন, ২০ জন লোক নিয়ে আমায় ভয় দেখাবেন না
সৌমিত্র খাঁ-কে ঘিরে বিক্ষোভ
Image Credit source: Tv9 Bangla

Follow Us

বাঁকুড়া: ‘তাহলে আপনারা কথা বলুন…আরে আমার কথা শুনবেন তো নাকি…’শেষে মাইক হাত থেকে নামিয়ে রাখলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। বিষ্ণুপুর স্টেশনে আন্দোলকারীদের ব্যাপক ক্ষোভের মুখে পড়লেন তিনি। আন্ডারপাস নিয়ে বিষ্ণুপুর স্টেশনের ১ নং প্লাটফর্ম আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন আন্দোলনকারীরা। সেখানে তাঁদের সঙ্গে কথা বলতে গিয়েই ক্ষোভে মুখে পড়েন সাংসদ। তারপর নিজেও মেজাজ হারান তিনি।

আন্ডারপাসের দাবি জানিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন। বিষ্ণুপুরে রেলওভার ব্রিজ তৈরি হওয়ায় বন্ধ রয়েছে আন্ডারপাসের কাজ। সেই নিয়েই বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় লোকজন। এরপর মঙ্গলবার বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলতে যান সৌমিত্র। তখনই ক্ষোভের মুখে পড়েন তিনি। বিক্ষোভকারীদের চিৎকারে মাইক বন্ধ রাখেন সাংসদ। সৌমিত্রর দাবি, রাজ্য সরকারের সহযোগিতা না পাওয়ার কারনে থমকে রয়েছে আন্ডারপাসের কাজ।

বিক্ষোভকারীদের উদ্দেশ্যে সৌমিত্র খাঁ বলেন, “আমাকে ২০ জন লোক ঘিরে ভয় দেখাবেন না। আমি এই সমস্যা সমাধানের জন্য এসেছি। আণ্ডারপাস যাতে দ্রুত তৈরি হয় সেই চেষ্টা করব।” পরে সাংবাদিকদের সামনে সাংসদ বলেন, “এই আন্ডারপাস চাই। এতে পড়ুয়াদের পড়াশোনার ক্ষতি হবে। রাজ্য সরকারকে বলেছি। কেন্দ্র সরকারকেও অনুরোধ করেছি। কিন্তু এই আন্ডারপাস করতেই হবে।”

Next Article