সোনামুখী: বৈধ বালিঘাট থেকে জোর করে দুস্কৃতীদের বালি পাচার রুখতে গিয়ে আক্রান্ত পুলিশ। দুস্কৃতীদের হাতে বেধড়ক মারও খেতে হল পুলিশকে। ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে বাঁকুড়ার সোনামুখী থানার আমশোল এলাকায় চাঞ্চল্য ছড়ায়। এই ঘটনায় যুক্ত থাকায় পুলিশ ৪ জনকে গ্রেফতার করার পাশাপাশি বালি বোঝাই একটি ট্রাক্টর আটক করেছে। ধৃতদের এদিন গ্রেফতার করে বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দামোদর নদের উপর থাকা একটি বৈধ বালিঘাট থেকে কয়েকজন ব্যক্তি জোর করে চালান ছাড়াই ট্রাক্টর বোঝাই করে বালি পাচারের চেষ্টা করছিল। ঘটনার খবর পেয়ে সোনামুখী থানার পুলিশ ট্রাক্টরগুলিকে তাড়া করতে শুরু করে। সোনামুখী থানার ডিহিপাড়ার কাছে দুটি ট্রাক্টরকে আটক করে পুলিশ। আটক করা বালি বোঝাই ট্রাক্টরগুলিকে সোনামুখী থানায় নিয়ে আসার সময় ঘটে ঘটনাটা। আমশোল মোড় লাগোয়া এলাকায় আচমকাই ১৫-২০ জন দুস্কৃতী পুলিশের গাড়ি আটকে পুলিশকে মারধর করে বলে অভিযোগ।
পুলিশকে মারধর করার পাশাপাশি পুলিশের কাছ থেকে আটক হওয়া একটি ট্রাক্টর কার্যত ছিনিয়ে নিয়ে যায় দুস্কৃতীরা। ঘটনায় ৩ জন পুলিশ কর্মী আহত হন। পরে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে বালি বোঝাই বাকি ১ টি ট্রাক্টরকে সোনামুখী থানায় নিয়ে আসে। পরে পুলিশকে মারধরের ঘটনায় ৪ যুবককে গ্রেফতার করে পুলিশ। এদিন ধৃতদের বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করা হয়।