বাঁকুড়া: বড় দুর্ঘটনার হাত থেকে বাঁচল পুলকার। নিয়ন্ত্রণ হারিয়ে পুলকারটি পড়ে যায় দ্বারকেশ্বর নদীর চরে। ঘটনায় আহত হয়েছে দুই খুদে পড়ুয়া। আহতদের চিকিৎসার জন্য বাঁকুড়া শহরে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়া শহর লাগোয়া একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে পড়ুয়াদের পৌঁছনোর জন্য কয়েকজন অভিভাবক মিলে একটি পুলকার ভাড়া করেছিলেন। অন্যান্য দিনের মতো ওই পুলকারে করে পড়ুয়ারা স্কুলে যাচ্ছিল। স্কুল ছুটির পর তারা আবার ওই পুলকারটি করেই বাড়িতে ফিরছিল।
জানা যাচ্ছে, ফেরার পথে রাজগ্রাম সেতু পেরনোর কিছুটা পরে আচমকাই পুলকারটির সামনে একটি বাইক চলে আসে। বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে গতিতে থাকা পুলকারটি দ্বারকেশ্বর নদের চরে নেমে যায়। চরে একটি গাছে ধাক্কা লেগে পুলকারটি থেমে যাওয়ায় বড় কোনও দুর্ঘটনা ঘটেনি। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই পুলকারে থাকা কেজি ক্লাসে পড়া দুই খুদে পড়ুয়া জখম হয়েছে।
আলোক মই স্থানীয় বাসিন্দা বলেন, “আলোক মইএই স্কুলের গাড়ি গুলো বেপরোয়া ভাবে চলে। কয়েকদিন আগে দুজন সাওতাল মেয়ে মারা গিয়েছে। দুটো বাচ্চার লেগেছে। রক্ত বেরিয়েছে।” গিরিধারী ডবগেরিয়া নামে আরও এক বাসিন্দা বলেন, “কীভাবে হয়েছে জানি না। এমনিতে গাড়ি গুলো জোরে জোরে চালায়। বাচ্চা গুলো নিয়ে কেন এত জোরে চালায় জানি না।”