বাঁকুড়া: কুন্তল ঘোষের মুখে তাঁর নাম শোনার পর থেকেই শুরু হয়েছিল তুমুল জল্পনা। অবশেষে সেই কুন্তলের রেশ ধরেই নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডির জেরার মুখে পড়েছে তৃণমূলের যুবনেত্রী সায়নী ঘোষ (Saayoni Ghosh)। অতিবাহিত হয়ে গিয়েছে প্রায় সাড়ে ৯ ঘণ্টার বেশি সময়। এখনও রয়েছেন সিজিও কমপ্লেক্সে। এরইমধ্যে এবার সায়নী নিয়ে ভবিষ্যদ্বাণী করতে দেখা গিয়েছে বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁকে (Soumitra Khan)। স্পষ্ট বললেন, খুব তাড়াতাড়ি গ্রেফতার হয়ে যেতে পারেন সায়নী।
প্রসঙ্গত, এদিন বাঁকুড়ার গোড়াবাড়ি এলাকায় একটি নির্বাচনী জনসভায় যোগ দিয়েছিলেন সৌমিত্র। সেখানেই সায়নী প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, “যখন আমি বলেছিলাম সায়নী ঘোষ চোর, ধৃত কুন্তলের সঙ্গে তাঁর সম্পর্ক রয়েছে, তখন আমার বিরুদ্ধে কেস করা হয়েছিল। আর এখন ভাগ্যের পরিহাসে ইডি দফতরে বসে আছে। খুব তাড়াতাড়ি গ্রেফতারও হয়ে যেতে পারেন।” তাঁর এ মন্তব্য নিয়েই জোর শোরগোল চলছে জেলার রাজনৈতিক মহলে।
তবে পাল্টা কটাক্ষ করতে ছাড়েনি ঘাসফুল শিবির। তৃণমূলের বাঁকুড়ার জেলা সভাপতি দিব্যেন্দু সিংহ মহাপাত্র বলেন, “সৌমিত্র খাঁ সর্বত্রই আবোল-তাবোল বকেন। চব্বিশের লোকসভায় নিজের হার স্পষ্ট দেখতে পাচ্ছেন। তাই এখন আবোলতাবোল বকার পরিমাণ বেড়ে গিয়েছে। এ ক্ষেত্রেও সেই একই ঘটনা ঘটেছে।”